KKR vs SRH IPL 2024 Final: বিশ্বকাপের আগে উদ্বেগ! ভারতীয় দলের কোনও তারকাই খেলবেন না আইপিএল ফাইনালে?
T20 World Cup 2024: ভারতীয় দলের বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিংহই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের ফাইনালে অংশগ্রহণ করবেন।
চেন্নাই: দুই মাসের দীর্ঘ লড়াই, প্রচুর সফর এবং একগুচ্ছ চ্যালেঞ্জ অতিক্রম করে আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। চেন্নাইয়ের চিপকে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এই ফাইনালের ঠিক আগেরদিনই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলার উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) একাধিক তারকা।
আইপিএল শেষ হতে না হতেই ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। এক দশকেরও অধিক সময় ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। সেই অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্যেই টিম ইন্ডিয়ার তারকারা রওনা দিয়েছেন। কিন্তু লক্ষ্যণীয় বিষয় টিম ইন্ডিয়ার ১৫ জনের প্রাথমিক দলের কোনও তারকাই আইপিএল ফাইনালে নেই। অথচ বিশ্বকাপে সুযোগ পাওয়া সব তারকাই কিন্তু আইপিএলে অংশগ্রহণ করেছেন।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ইনফর্ম তারকাদের উপস্থিতি এবং আত্মবিশ্বাস যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন নেই। উপরন্তু, বিশ্বকাপের আগেই আইপিএলের মতো টুর্নামেন্ট জেতা যে কোনও খেলোয়াড়দেরই আত্মবিশ্বাস নিঃসন্দেহে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। কিন্তু ফাইনালে সেই অর্থে বিশ্বকাপে সফর করা ভারতীয় তারকাদের মধ্যে কেবল একজনই রয়েছেন। তিনি রিঙ্কু সিংহ। কেকেআর তারকা অবশ্য টিম ইন্ডিয়ার প্রাথমিক দলে নেই। তিনি রিজার্ভে রয়েছেন। আইপিএল ফাইনালে এই বিশ্বকাপ দলের তারকাদের অনুপস্থিতি কিন্তু অনেকেই উদ্বেগজনক বলে মনে করছেন।
রবিবাসরীয় ফাইনালে দুই দলে সর্বাধিক অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তারকারা রয়েছেন। দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম এবং মার্কো জানসেন রয়েছেন আইপিএল ফাইনালে। সেখানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপগামী ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক আইপিএল ফাইনালে অংশগ্রহণ করবেন। কেকেআরের দলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপ দলে থাকা আন্দ্রে রাসেল এবং শার্ফেন রাদারফোর্ডও রয়েছেন। কোন তারকারা আইপিএল জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন। রবিবাসরীয় ফাইনালের পর কেকেআর না সানরাইজার্স, শেষ হাসি হাসবেন কোন দলেকর সমর্থকরা, এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'কেউ আমায় বিশ্বাস করেননি', IPL ফাইনালের আগে পিঠের চোটপ্রসঙ্গে মুখে খুললেন শ্রেয়স