Rahul Dravid: এক বছরেই ইতি! রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়
Rajasthan Royals: রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয় রাহুল দ্রাবিড়েকে কোচের বদলে আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও, তিনি তা ফিরিয়ে দিয়েছেন।

নয়াদিল্লি: আইপিএলের পরের মরশুম (IPL 2026) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে বহুদিন ধরেই চর্চার কেন্দ্রে রাজস্থান রয়্যালস। কারণ দলের অধিনায়ক সঞ্জু স্যামসনের দলবদলের কানাঘুষো। এইসবের মধ্যেই বড় ঘোষণা করল রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। তবে তা স্যামসন কেন্দ্রিক নয়। শনিবার, ৩০ অগাস্ট রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে জানানো হল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার পর রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তনী। তবে তিনি পরবর্তী মরশুমে আর তাঁকে প্রধান কোচ হিসাবে দেখা যাবে বলেই জানায় রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, 'রাজস্থান রয়্যালসের তরফে জানানো হচ্ছে যে রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-র আগেই নিজের সফর সমাপ্ত করতে চলেছেন। বহু বছর রয়্যালসদের এই সফরের কেন্দ্রে ছিলেন রাহুল (খেলোয়াড় ও কোচ হিসাবে)। ওঁর নেতৃত্ব একটা গোটা যুগকে অনুপ্রাণিত করেছেন, দলের সকলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাল পরিবেশ গঠনে সাহায্য করেছেন।'
ফ্র্যাঞ্চাইজির তরফে দাবি করা হয় সব কাটাছেঁড়া করার পর রাহুল দ্রাবিড়কে ফ্র্যাঞ্চাইজির তরফে আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে দ্রাবিড় তা ফিরিয়ে দিয়েছেন। দলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, 'রাজস্থান রয়্যালস, দলের সকল খেলোয়াড় এবং গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি সমর্থকদের সকলে এই ফ্র্যাঞ্চাইজিতে রাহুলের অবদানের জন্য তাঁর প্রতি নিজেদের হৃদয় থেকে কৃতজ্ঞ।'
Your presence in Pink inspired both the young and the seasoned. 💗
— Rajasthan Royals (@rajasthanroyals) August 30, 2025
Forever a Royal. Forever grateful. 🤝 pic.twitter.com/XT4kUkcqMa
দ্রাবিড় ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দলের খেলোয়াড় এবং কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন। তারপরে আবারও গত বছর ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি শেষ হওয়ার পর তিনি কোচ হিসাবে ফ্র্যাঞ্চজিতে প্রত্যাবর্তন ঘটান। তবে তাঁর কামব্যাক সফরটা পরিকল্পনা যায়নি। রয়্যালস গত আইপিএল মরশুমে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পায়। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করে স্যামসনের নেতৃত্বাধীন দল। তাঁরা জয়ের জায়গায় পৌঁছেও একাধিক ম্যাচে পরাজিত হয়।
অপরদিকে আবার স্যামসনের সঙ্গে রয়্যালস ম্যানেজমেন্টের মনোমালিন্যের খবরও সামনে আসে। এইসবের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়। রাহুলের বিদায়ের পর রয়্যালস ম্যানেজমেন্ট নতুন কোচ নিয়োগ করে, না আরেক কিংবদন্তি, ডিরেক্টর অফ ক্রিকেটের পদে থাকা কুমার সাঙ্গাকারাকেই দলকে কোচিং করার দায়িত্ব দেয়, এবার সেটাই দেখার।




















