KL Rahul Injury : ফিল্ডিং করতে গিয়ে হোঁচট, খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে
IPL 2023 : লখনউ ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের কাঁধে হাত রেখে কার্যত খোঁড়াতে খোঁড়াতে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে সাজঘরের দিকে ফিরে যান তিনি।
![KL Rahul Injury : ফিল্ডিং করতে গিয়ে হোঁচট, খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে RCB vs LSG IPL 2023 KL Rahul Injured walking off the field Royal Challengers Bangalore vs Lucknow Super Giants KL Rahul Injury : ফিল্ডিং করতে গিয়ে হোঁচট, খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/ad63fdc0f6f53ba48095d546e1d58519168295124958152_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ : আহত কেএল রাহুল (KL Rahul Injury)। চোট ঠিক কতটা গুরুতর সেটা এখনও জানা না গেলেও খালি চোখে দেখে যা গুরুতর বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। বাউন্ডারির দিকে ছুটে যাওয়া বল তাড়া করতে গিয়ে উরুতে হাত দিয়ে পড়ে যান লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। তিনি যে ব্যথায় কাতরাচ্ছেন, সেটাও বোঝা যায় রাহুলের চোখে-মুখে।
হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। মাঠে পড়ে যাওয়ার পর আর ফিরতে পারেননি রাহুল। লখনউ ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের কাঁধে হাত রেখে কার্যত খোঁড়াতে খোঁড়াতে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে সাজঘরের দিকে ফিরে যান তিনি। কেএল রাহুল মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে লখনউ শিবিরের হয়ে অধিনায়কত্বের ব্যাটন মাঝপথ থেকে সামলাতে শুরু করেছেন ক্রুণাল পাণ্ড্য।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers) বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগের দিনই ধাক্কা খেয়েছিল লখনউ শিবির। বাঁ কাঁধে চোট পেয়েছিলেন পেসার জয়দেব উনাদকাত। এবার চোট পেলেন রাহুল। আইপিএল অভিযানে লখনউ শিবিরেরই নয়, জোড়া চোটে চিন্তা ভারতীয় দল নিয়েও। কারণ, দুই ক্রিকেটারই আগামী জুনের শুরুতে ইংল্যান্ডে হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ও প্রার্থনা, যাতে গুরুতর না হয় তাঁদের চোট।
ইতিমধ্যে চোটের জেরে শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরাহ আইপিএল (IPL 2023) ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final) থেকে ছিটকে গিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন- বিরাট ধাক্কা আরসিবির, ছিটকে গেলেন ইংরেজ অলরাউন্ডার, পরিবর্ত হিসাবে কাকে নিলেন কোহলিরা?
ইতিমধ্যে চোটের জেরে শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরাহ আইপিএল ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)