LSG vs DC: আইপিএলের লিগ তালিকায় সবার নীচে দল, তাও আস্থা হারাতে নারাজ দিল্লি ক্যাপিটালস কোচ পন্টিং
Delhi Capitals: লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগে দলের দুই তারকা বোলার কুলদীপ যাদব এবং মুকেশ কুমার অনুশীলনে ফিরেছেন বলে জানান পন্টিং।
লখনউ: আইপিএলের (IPL 2024) লিগ তালিকায় সবার নীচে দল। পাঁচ ম্যাচে ঝুলিতে মাত্র এক পয়েন্ট। তাও দলের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi capitals) কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs DC) মাঠে নামার আগে সাফ জানিয়ে দিচ্ছেন তাঁর দল যে কোনও প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে।
পন্টিংয়ের মতে দল ভাল খেললেও, প্রতিটা ম্যাচে তিন, চার ওভারের খারাপ ক্রিকেটই দলের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। পন্টিং বলেন, 'আমরা যখন ভাল খেলেছি, তখন খুবই ভাল খেলেছি। কিন্তু প্রতিটা ম্য়াচে তিন, চার ওভার আমাদের বিরুদ্ধে গিয়েছে যা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। একাধিক ম্যাচে ইনিংসের শেষ ওভারগুলিতে আমরা রান দিয়ছি। রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের দখল নিতে পারিনি। তাও আমি নিশ্চিত যে আমরা যদি ৪০ ওভার নিজের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের।'
তিনি আরও যোগ করেন, 'আমি জানি আমাদের দ্রুতই নিজেদের সেরা ক্রিকেটটা খেলা শুরু করতে হবে। আমরা জানি ঠিক কোন কোন দিকে আমাদের জোর দিতে হবে। প্রতিপক্ষে শক্তি এবং দুর্বলতা, সবটাই জানি আমরা। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে এবং এর মধ্যেই আমদের অনুশীলন, পরিকল্পনা সব ঠিকঠাক করে নিতে হবে যাতে আমরা মাঠে নিজেদের ১০০ শতাংশ দিতে পারি। দিনশেষে কোনওকিছুই যাতে আমাদের বিস্মিত না করে, সেটা নিশ্চিত করতে হবে। খেলার পর যাতে আফশোস না থাকে, সেটা নিশ্চিত করতে হবে।'
দিল্লির হয়ে গত ম্য়াচে কুলদীপ যাদব এবং মুকেশ কুমার, দুই তারকা বোলারের কেউই খেলেননি। তাঁরা কি লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন? 'আমরা আশা করছি ওরা দুইজনে মাঠে নামতে পারবে। ওরা দুইজনেই আমাদের প্রথম একাদশের অঙ্গ। তাই ওদের অনুপস্থিতিতে আমরা স্বাভাবিকভাবে নিজেদের সেরা বোলিং লাইন আপ নিয়ে গত দুই ম্যাচে নামতে পারিনি। তবে দুইজনে অনুশীলন করেছে। আশা করছি দুইজনেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারবে।' জানান পন্টিং।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএলের মাঝে কোটি কোটি টাকার ক্ষতি হার্দিক-ক্রুণালের, আর্থিক জালিয়াতির জন্য গ্রেফতার তাঁদের দাদা