KKR: নেটে স্বমহিমায় বল করলেন ফার্গুসন, হোটেলে বিশ্রাম রাসেলের
IPL 2023: আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কেকেআরকে। বৃহস্পতিবার ইডেনে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে তারা।
কলকাতা: চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁর অভাবও বোধ করেছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত লকি ফার্গুসন। নাইটদের অনুশীলনে ইডেনে স্বমহিমায় দেখা গেল কিউয়ি পেসারকে। নেটে দীর্ঘক্ষণ বল করলেন কিউয়ি পেসার। চোট সারিয়ে যে তিনি ফিট হয়ে উঠেছেন ধীরে ধীরে, তা এদিন পরিষ্কার বোঝা গেল। লম্বা রান আপে, স্বভাবচরিত গতি বজায় রেখেই বল করে গেলেন।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠেও নামতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআর শিবিরে যোগ দিলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি লকি। ধোঁয়াশা ছিল যে ইডেনেও মাঠে আদৌ নামবেন কি না তিনি। তবে মঙ্গলবারের অনুশীলনে লকিকে যে ছন্দে দেখা গেল তাতে আরসিবির বিরুদ্ধে প্রথম একাদশে লকিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কড়া নজরদারিতে বেশ কিছুক্ষণ রানিং করলেন। এরপর জাতীয় দলের সতীর্থ আরেক নাইট টিম সাউদির সঙ্গে হেডভলি খেলতেও দেখা গেল এই পেসারকে।
এদিকে এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দলের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল যে জেটল্যাগের জন্য ক্লান্ত হয়ে এদিনের অনুশীলন থেকে বিশ্রাম নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। এমনিতে নতুন নাইট কোচের অধীনে নিজের জীবনযাত্রায় কিছু পরিবর্তন হয়েছে রাসেলের। পাঞ্জাব ম্যাচে ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। তবে ইডেনে দীর্ঘ তিন বছর পর খেলতে নামবেন। হর্ষল, আকাশ দীপদের সম্মুখিন হওয়ার আগে কি নিজের শক্তি সঞ্চয় করছেন দ্রে রাস?
রাসেল অনুশীলনে না এলেও এসেছিলেন তাঁর ক্যারিবিয়ান সতীর্থ সুনীল নারাইন। আগের ম্যাচে লোয়ার অর্ডারে নামতে হয়েছিল। একটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে বল হাতে ৪ ওভারে ১টি উইকেট নিলেও ৪০ রান খরচ করেছিলেন। লকিকে যদি খেলাতে হয়, তবে হয়ত নারাইন বা আফগান উইকেট কিপার ব্য়াটার রহমনউল্লাহ গুরবাজকে বেঞ্চে বসতে হবে। সেক্ষেত্রে নাইটদের উইকেটের পেছনে দেখা যেতে পারে নায়ারণ জগদীশানকে।
কী বলছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ধীরে ধীরে। যত সময় বাড়বে তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।