MI vs CSK: শেষলগ্নে ধোনি ধামাকা, রুতুরাজ, শিবম দুবের অর্ধশতরানে মুম্বইকে ২০৭ রানের টার্গেট দিল সিএসকে
Mumbai Indians vs Chennai Super Kings: তৃতীয় উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে ৯০ রানের পার্টনারশিপ গড়েন।
মুম্বই: আইপিএলের 'এল ক্লাসিকো'র প্রথম ইনিংস সুপারহিট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (Mumbai Indians vs Chennai Super Kings) প্রথমে ব্যাট কর চেন্নাই সুপার কিংস চার উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলল। রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে সিএসকের হয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। তবে ইনিংসের শেষ লগ্নে মাঠে নেমেই সব লাইমলাইট কেড়ে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ব্যাটে নেমে প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকালেন তিনি। চার বলে ২০ রানে অপরাজিত রইলেন ধোনি।
এদিন টস জিতে শিশিরের কথা মাথায় রেখেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সিএসকের হয়ে অধিনায়ক রুতরাজ নিজের ওপেনিং জায়গা ছেড়ে দেন অজিঙ্ক রাহানের জন্য। রাহানে এখনও অবধি তেমন ফর্ম দেখাতে পারেননি। এদিন ওপেনিংয়ে নেমেও তিনি রান পেলেন না। মাত্র পাঁচ রানে রাহানেকে সাজঘরে ফেরান জেরাল্ড কোয়েৎজে। তবে তিনে নেমে রুতুরাজ, রাচিন রবীন্দ্রের সঙ্গে মিলে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে সিএসকে।
রাচিন রবীন্দ্র অবশ্য খুব বেশি রান করতে পারেননি। শ্রেয়স গোপালকে ছক্কা হাঁকানোর পরেই তাঁর বলেই আউট হন তিনি। রবীন্দ্র লেগ স্পিনারের বল কাট মারতে গেলেও ব্যর্থ হন। মুম্বই কট বিহাইন্ডের আপিল করলেও আম্পায়ার তা নাকচ করে দেন। তবে কিপার ঈশান কিষাণের কথা মেনে হার্দিক রিভিউ নেন এবং সাফল্যও পায় মুম্বই। তবে তাতে সিএসকের রানের গতি কমেনি। রুতুরাজ এবং দুবে তৃতীয় উইকেটে দুরন্ত গতিতে রান করতে থাকেন। ১২ ওভারে শতরানের গণ্ডি পার করে হলুদ ব্রিগেড।
৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রুতু। ২৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকান শিবম দুবে। দুরন্ত এই পার্টনারশিপ অবশেষে ভাঙেন হার্দিক। ৬৯ রানে ফেরান রুতুরাজকে। পাঁচে নেমে ডারিল মিচেলকে তেমন ছন্দে ছিলেন না। ১৪ বলে ১৭ রান করেন তিনি। এক সময় মনে হচ্ছিল সিএসকে হয়তো দু'শো রানের গণ্ডি পার করতে পারবে না। তবে মিচেল আউট হতেই বিশ্বজয়ের মাঠে ব্যাটে নেমে ছক্কার হ্যাটট্রিকে হলুদ ব্রিগেডকে দু'শোর গণ্ডি পার করান ধোনি। দুই সফলতম দলের লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসে ফিরছেন পূজারা? MI vs CSK ম্যাচের আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হইচই