(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav joins Capitals: ক্যাপিটালসের হয়ে সৌরভের নতুন ইনিংস শুরু, স্বাগত জানিয়ে আবেগঘন পোস্ট কর্ণধার জিন্দালের
Sourav Ganguly: সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন।
নয়াদিল্লি: জল্পনা ছিলই, বাকি ছিল সিলমোহর। আজ, বৃহস্পতিবার ১৬ মার্চ সরকারিভাবে আইপিএলের দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ডব্লিউপিএলের মহিলা দল থেকে প্রিটোরিয়া এবং দুবাই ক্যাপিটালস, ক্যাপিটালসের সমস্ত ফ্রাঞ্চাইজিরই ডিরেক্টর অফ ক্রিকেটেরই দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
অবশ্য আজই সরকারিভাবে সৌরভের দায়িত্ব নেওয়ার কথা জানানো হলেও, তিনি কিন্তু আগেভাগেই নিজের কাজ শুরু করে দিয়েছেন। সৌরভের অধীনে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের একাধিক অনুশীলন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে পুরনো ফ্রাঞ্চাইজিতে ফিরে কিন্তু সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত।
সৌরভের বার্তা
তিনি বলেন, 'দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারায় আমি উচ্ছ্বসিত। গত কয়েক মাসে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং (দিল্লি ক্যাপিটালসের) মহিলা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আসন্ন আইপিএল মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। গতবার আমি দায়িত্বে থাকাকালীন কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালই পারফর্ম করেছিল। ইতিমধ্যেই এ মরসুমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং দলগতভাবে সকলের সঙ্গে মিলিতভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আশা করছি পরের দুই মাসটা ভালই কাটাব।'
জিন্দালের উচ্ছ্বাস
দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের (Parth Jindal) সৌরভ ফ্রাঞ্চাইজিতে ফেরায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত, সম্মানিত। দাদার জন্যই আমি এই খেলার প্রেমে পড়ি এবং আমি নিশ্চিত যে ওঁর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের ফ্রাঞ্চাইজিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'
Excited, honored and thrilled to welcome @SGanguly99 to the @DelhiCapitals family as the Director of Cricket - dada has and will always be the reason I fell in love with this beautiful game and his experience and wisdom will no doubt take us to new heights as a franchise. pic.twitter.com/yMjvwlcRQ6
— Parth Jindal (@ParthJindal11) March 16, 2023
প্রসঙ্গত, আজই দিল্লির তরফে সরকারিভাবে আসন্ন মরসুমের জন্য ডেভিড ওয়ার্নারকেই দলের নতুন অধিনায়ক বাছা হয়। ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল দলের সহ-অধিয়ানকত্বের দায়িত্ব নিলেন।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন ভারতীয় তারকার জায়গা নিশ্চিত বলে মনে করছেন সৌরভ?