Sports Highlights: মুম্বই বধ দিল্লির, লখনউকে হারিয়ে প্লে অফ প্রায় পাক করল রাজস্থান, দিনের সেরা খেলার খবরগুলো
Todays Sports Highlights: দেখে নিন আজের দিনের সেরা খেলার খবরগুলো-
মুম্বই: আইপিএলে শনিবার প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। আরও একটা ম্য়াচ জয়ে নিজেদের প্লে অফের আশা জিউয়ে রাখল দিল্লি। অন্য়দিকে দ্বিতীয় ম্য়াচে লখনউকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। দেখে নিন আজের দিনের সেরা খেলার খবরগুলো-
লখনউকে হারাল রাজস্থান
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু প্রথম ওভারেই আঘাত হানেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। ৩ বলে ৮ রান করেন প্রোটিয়া তারকা। আগের ম্য়চে মার্কাস স্টোইনিস শতরান হাঁকিয়ে ম্য়াচ জিতিয়েছিলেন। এদিন যদিও খাতাই খুলতে পারলেন না তিনি। সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে গেলেন চার বল খেলে। রাহুল ৪৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এরপর। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হবে। তার আগে নিজে ছন্দে ফিরছেন রাহুল। এদিনের ইনিংসে আটটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। দীপক হুডা ৩১ বলে ৫০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। লখনউ প্রথমে ব্যাটিং করে ১৯৬/৫ বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে রাজস্থানের হয়ে অর্ধশতরান হাঁকান সঞ্জু স্যামসন। ৩৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩৪ বলে ৫২ রান করেন ধ্রুব জুড়েল।
মুম্বইকে হারাল দিল্লি
জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের ঝোড়ো ৮৪ ও ত্রিস্টান স্টাবস ও শাই হোপের ক্যামিও ইনিংসের ওপর ভর করে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি বোর্ডে তুলে নিয়েছিল ২৫৭/৪। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানই বোর্ডে তুলতে পারল। সূর্যকুমার যাদব ১৩ বলে ২৬ রান করেন। তিলক ভার্মা ৩২ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। হার্দিক ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। চারটি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। কিন্তু শেষ পর্যন্ত ম্য়াচ জেতাতে পারেননি কেউ মুম্বইকে।
আজ গুজরাত বনাম আরসিবি
আজ আইপিএলে আরসিবির সামনে গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছেন বিরাট কোহলিরা। অন্যদিকে শুভমন গিলের গুজরাত টাইটান্স সাত নম্বর স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ৪ ম্য়াচই মাত্র জিতেছে গুজরাত। আরসিবি সেখানে ৯ ম্য়াচের মধ্যে ২ ম্য়াচ জিতেছে। অন্যদিকে দ্বিতীয় ম্য়াচে আজ সিএসকের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স।