Sports Highlights: ইডেনে শাহরুখ-শো, কেকেআরের রুদ্ধশ্বাস জয়, জিতল পাঞ্জাবও, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: ইডেনে আইপিএলের বোধনে নাটকীয় জয় কলকাতা নাইট রাইডার্সের। মাঠে হাজির শাহরুখ খান। দিল্লি ক্যাপিটালসকে হারাল পাঞ্জাব কিংস। খেলার দুনিয়ার সারাদিন।
বীর-জারার জয়
কলকাতা নাইট রাইডার্স (KKR) শেষ আইপিএল (IPL) জিতেছে দশ বছর আগে। তারও দশ বছর আগে গোটা দেশে তোলপাড় ফেলেছিল এক প্রেম কাহিনি। বীর-জারার রসায়ন। পর্দার বীর প্রতাপ সিংহ অর্থাৎ, শাহরুখ খান (Shah Rukh Khan)। আর জারা হায়াত খান মানে, প্রীতি জিন্টা (Preity Zinta)। বক্স অফিস কাঁপানো সিনেমার জুটিকে ভালবেসে ফেলেছিল আসমুদ্র হিমাচল।
শনিবার এক আশ্চর্য সমাপতনের সাক্ষী রইল ক্রিকেটের বাইশ গজ। যেদিন দেশের দুই প্রান্তে আইপিএলে অভিযান শুরু হল দুই দলের। মুল্লাপুরে মাঠে নেমেছিল প্রীতির পাঞ্জাব কিংস। কলকাতায় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। আর দেশের দুই প্রান্তে দুই অভিনেতার দলই অত্যাশ্চর্য জয় ছিনিয়ে নিল।
মুল্লাপুরে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল প্রীতির পাঞ্জাব কিংস। কলকাতায় রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল শাহরুখের কেকেআর। আর দুই তারকাই মাঠে বসে উপভোগ করলেন ক্রিকেট।
রুদ্ধশ্বাস জয় কেকেআরের
টি-টোয়েন্টি ম্যাচের আদর্শ চিত্রনাট্য যেন।
প্রায় পঞ্চাশ হাজারের গ্যালারি মুখরিত কেকেআর... কেকেআর... ধ্বনিতে। ইডেন গার্ডেন্সের কর্পোরেট বক্সে হাজির শাহরুখ 'কিংগ' খান। কলকাতায় আইপিএলের বোধনে ঝুমে জো পাঠানের মঞ্চ তৈরি।
আর সেখানে কিনা জেতা ম্যাচ কার্যত হারতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স! তাও এমন একটা পরিস্থিতি থেকে, যখন সানরাইজার্স হায়দরাবাদকে ম্যাচ জিততে শেষ ৩ ওভারে তুলতে হতো ৬০ রান! ম্যাচের পাল্লা কখনও গেল কলকাতা নাইট রাইডার্সের দিকে, কখনও ঝুঁকল সনরাইজার্স হায়দরাবাদের দিকে। রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য নির্ধারিত হল শেষ ওভারে। আরও নিখুঁতভাবে বললে, শেষ বলে। প্রয়োজন ছিল ৫ রান। হর্ষিত রানা শেষ বলটি ডট করলেন। ৪ রানে ম্যাচ জিতল কেকেআর। সেই সঙ্গে ঘরের মাঠে জয় দিয়ে সপ্তদশ আইপিএলে অভিযান শুরু করলেন শ্রেয়স আইয়ারের নাইটরা।
পন্থদের পরাজয়
আইপিএলে প্রত্যাবর্তন ম্য়াচে জয় পেলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসেবে ২২ গজে ফিরেছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারলেন না। অন্যদিকে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস(Punjab Kings)। অর্ধশতরানের ইনিংস খেললেন স্যাম কারান (Sam Curran)। লোয়ার অর্ডারে ঝড় তুললেন লিয়াম লিভিংস্টোন। যার সুবাদে দিল্লি বধ পাঞ্জাবের।
আইপিএল ভারতেই
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু আইপিএলের (IPL 2024) বাকি সূচি ঘোষণা করা হচ্ছে না। প্রথম দফার সূচি ঘোষণা করা হয়েছিল লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশেরও আগে। ৭ এপ্রিল পর্যন্ত সেই সূচি তৈরি করা হয়েছিল। বাকি সূচি প্রকাশ নিয়ে গড়িমসি কেন? তাহলে কি লোকসভা নির্বাচনে নিরাপত্তার সমস্যা কারণে দেশের বাইরে চলে যেতে পারে আইপিএলের বাকি পর্ব? যেমন হয়েছিল ২০০৯ সালে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নীরবতা গোটা জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তি পেতে পারেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের বাকি অংশ দেশের বাইরে যাচ্ছে না। হচ্ছে ভারতেই। ফলে যাঁরা মাঠে গিয়ে খেলা দেখার জন্য টিকিট কাটার পরিকল্পনা করছিলেন, তাঁরা আশ্বস্ত হতে পারেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএলের প্রত্যেক মুহূর্তের আপডেট নখদর্পণে, এমনই এক ক্রিকেট প্রশাসক এবিপি আনন্দকে নিশ্চিত করে জানালেন যে, আইপিএল দেশের বাইরে যাচ্ছে না। ভারতেই হচ্ছে টুর্নামেন্টের বাকি পর্বও।
কিন্তু তাহলে বাকি সূচি প্রকাশে এত দেরি হচ্ছে কেন? লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ১৬ মার্চ, শনিবার। তারপর থেকে কেটে গিয়েছে এক সপ্তাহ। ভারতীয় ক্রিরেট বোর্ডের তরফে প্রথমে বলা হয়েছিল যে, লোকসভা ভোটের সূচি ঘোষণা হওয়া না পর্যন্ত আইপিএলের বাকি পর্বের দিনক্ষণ ঘোষণা করা হবে না। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেও তাহলে এত বিলম্ব কেন?
জানা গেল, আইপিএলের বাকি অংশের সূচিও তৈরি হয়ে গিয়েছে। শুক্রবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের মাধ্যমে আইপিএলের সূচনা হয়েছে। সেদিন চেন্নাইয়ে ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে আইপিএলের বাকি অংশের সূচিও পাশ হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়েও দেওয়া হয়েছে।
তবে সেই সূচি প্রকাশ করায় দেরি করা হচ্ছে কারণ, একাধিক ছোট শহরেও হবে আইপিএলের ম্যাচ। সূচি প্রকাশিত হয়ে গেলেই সেই সমস্ত শহরের প্রায় সব হোটেল বুকিং করতে শুরু করে দেবেন ক্রিকেটপ্রেমীরা। সেক্ষেত্রে হোটেল পেতে সমস্যা হবে আইপিএলের বিভিন্ন দল ও আয়োজকদের। সম্প্রচারকারী চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং করে যে দুই সংস্থা, তাদের বড়সড় একটা দল প্রত্যেক শহরে যাচ্ছে। তাঁদেরও ঘর পেতে সমস্যা হবে। সেই কারণে আগে দল ও আয়োজকদের জন্য প্রয়োজনীয় হোটেল ঘরের বন্দোবস্ত করে তবে সূচি জানানো হবে।
সিদ্ধান্ত বদল ইমাদের
কিছুদিন আগেই ড্রেসিংরুমে সিগারেট খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তবে মাঠের পারফরম্য়ান্স এতটাই উজ্জ্বল ছিল যে এবার পিসিবি তাঁকে ফেরাতে উদ্যোগী হয়েছিল পিএসএলের পরই। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ফাইনালে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকী দলকেও চ্যাম্পিয়ন করেছিলেন। এবার অবসর ভেঙে ফের পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে ফিরলেন ইমাদ ওয়াসিম। পিসিবির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী জুনে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।