DC vs MI: কুলদীপ, বিপরাজের স্পিন ভেল্কি সামলে নমন-তিলকের দুরন্ত পার্টনারশিপে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2025: চলতি আইপিএলে যে দুই দল দু'শো রান সফলভাবে তাড়া করে ম্যাচ জিতেছে, তাদের মধ্যে দিল্লি ক্যাপিটালস অন্যতম। আজকে ফের একবার ম্যাচ জিততে তাই করতে হবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে।

নয়াদিল্লি: বিপরাজ নিগম (Vipraj Nigam) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিনভেল্কিতে একসময় মনে হচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স হয়তো খুব বড় রান করতে পারবে না। তবে শেষের দিকে তিলক বর্মা (Tilak Varma) ও নমন ধীরের দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs MI) ২০৫ রানে নিজেদের ইনিংস শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। তিলক বর্মা ৫৯ রানে আউট হলেও, নমন ১৭ বলে ৩৮ রানে অপরাজিত রইলেন।
অরুণ জেটলি স্টেডিয়ামের ছোট মাঠ এবং ভাল পিচে সচরাচর বড় রানই দেখা যায়। সেই কারণেই মুম্বইকে লড়াইয়ে টিকে থাকতে হলে বেশ খানিকটা বড় রান করতে হত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেই লক্ষ্যে শুরুটা বেশ ভালই করেছিল পল্টনরা। তবে ফের একবার রোহিত শর্মা ভাল শুরু করে বড় রান করতে ব্যর্থ হন। ১৮ রানে বিপরাজ নিগমের বলে স্যুইপ মারতে গিয়ে আউট হন তিনি। রায়ান রিকেলটন অপরদিকে বিধ্বংসী ফর্মে ছিলেন। দুরন্ত গতিতে অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে কুলদীপ যাদবের বলে ৪১ রানে ফেরেন তিনি। দুই দিল্লি স্পিনাররা দলকে লড়াইয়ে ফেরান।
ইনিংস সামলানোর দায়িত্ব এসে পড়ে তিলক ও সূর্যকুমার যাদবের কাঁধে। গোটা মরশুমেই বেশ ভাল ছন্দে দেখিয়েছে সূর্যকে। এদিনও তিনি ভাল ছন্দে ব্যাট করছিলেন। অপরদিকে, গত ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে তিলক প্রমাণ করে দিয়েছেন তিনিও ফর্মে ফিরেছেন। মুম্বইয়ের দুই মিডল অর্ডার স্তম্ভের ব্যাটে ভর করেই ১১তম ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে মুম্বই। দুরন্ত ছন্দে দেখানো সূর্যকে ৪০ রানে দিল্লির স্বস্তি ফেরান কুলদীপ। পরের ওভারেই হার্দিক পাণ্ড্যকে দুই রানে আউট করেন বিপরাজ।
এমন পরিস্থিতিতে দিল্লি আশা করছিল মুম্বইকে দু'শোর কম রানের মধ্যেই আটকে রাখবে। তবে সে গুড়ে বালি। নমন ও তিলক মিলে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। ১৭তম ওভারে নিজের অর্ধশতরান পূরণ করেন তিলক। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৬২ রান যোগ করে মুম্বইকে দু'শো পার করান তিলকরা। ঠিক তার পরেই মুকেশ কুমারের বলে ৫৯ রানে আউট হন তিলক। তবে নমন অপরাজিতই থাকেন। এবার দেখার বিষয় হল এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না। চলতি আইপিএলে যে দুই দল দু'শো রান সফলভাবে তাড়া করে ম্যাচ জিতেছে, তাদের মধ্যে দিল্লি ক্যাপিটালস অন্যতম। ফলে ২০৬ রানের লক্ষ্য তাড়া করা রাজধানীর ফ্র্যাঞ্চাইজির জন্য কিন্তু অসম্ভব কিছু নয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
