IPL Auction 2023: ৬০ লক্ষ টাকায় বৈভবকে দলে ফেরাল কেকেআর
Vaibhav Arora: লখনউ সুপার জায়ান্টস ও কেকেআর, উভয়েই বৈভবের জন্য দর হাঁকায়।তাঁকে শেষমেশ ৬০ লক্ষ টাকায় ঘরে ফেরাল কেকেআর।
কোচি: আইপিএল নিলামের সিংহভাগ সময়টা শান্তই ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে আন্তর্জাতিক খেলেননি এমন ভারতীয় তারকারা নিলামে উঠতেই সক্রিয় হল কেকেআর। এই নিলামে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়া এন জগদীশানকে প্রথম খেলোয়াড় হিসাবে দলে নিয়েছে কেকেআর। তার পর পরেই আরেক ভারতীয় তরুণ বৈভব আরোরাকে (Vaibhav Arora) দলে নিল নাইটরা।
বৈভবের প্রত্যাবর্তন
হিমাচল প্রদেশের তরুণ ফাস্ট বোলার বৈভব আরোরার ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। লখনউ সুপার জায়ান্টস ও কেকেআর, উভয়েই বৈভবের জন্য দর হাঁকায়।তাঁকে শেষমেশ ৬০ লক্ষ টাকায় ঘরে ফেরাল কেকেআর। গত বছরে পঞ্জাব কিংসের হয়ে খেললেও ২০২১ সালে নাইটদের দলেই ছিলেন বৈভব। ফের একবার তাঁকে দলে নিল নাইটরা। প্রসঙ্গত, গত মরসুমে পঞ্জাবের হয়ে নিজের অভিষেক ম্যাচেই রবিন উথাপ্পা ও মঈন আলিকে সাজঘরে ফিরিয়েছিলেন বৈভব। উভয় দিকেই বল সুইং করতে দক্ষ তিনি। তাই ইডেন গার্ডেন্সের পেস সহায়ক পিচে বৈভব কিন্তু নজর কাড়তেই পারেন। বিজয় হাজারে ট্রফিতে কিন্তু হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে ২৫ বছর বয়সি বৈভবের দখলে।
Welcome back to the #GalaxyofKnights, #VaibhavArora 😌💜#TATAIPLAuction #IPLAuction #AmiKKR pic.twitter.com/rlSUYKFL7L
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
ধোনির গড় থেকে কেকেআরে
মহেন্দ্র সিংহ ধোনি যে দলের হয়ে আইপিএল খেলেন, সেই চেন্নাইয়ের তারকা ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার এন জগদিশানকে নিলাম থেকে কিনল কেকেআর। আগেই বোঝা গিয়েছিল যে, একজন উইকেটকিপার-ব্যাটারের জন্য নিলামে দর হাঁকবে শাহরুখ খান-জুহি চাওলার দল। নজরে ছিল জগদিশান। যিনি ইনিংস ওপেন করতে পারবেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জগদিশান। যার মধ্যে ১৪১ বলে ২৭৭ রানের ঝোড়ো ইনিংসও ছিল একটি। সেই জগদীশানকে শেষ পর্যন্ত দলে নিল কেকেআর।
তবে মনে করা হয়েছিল, জগদীশানকে নিয়ে প্রবল দর কষাকষি চলবে। শেষ পর্যন্ত তা হয়নি। নিলামে তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। জগদীশানকে ৯০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
আরও পড়ুন: সাড়ে ৫ কোটি টাকায় বাংলার পেসারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস