Vaibhav Suryavanshi: ১৩ বছর বয়সে কোটিপতি! আইপিএলে সবই সম্ভব, বিস্ময় ক্রিকেটারকে নিল কোন দল?
IPL Mega Auction: বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছে বৈভব। নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে তার নাম নথিভুক্ত হওয়ার পর থেকেই চর্চা চলছিল।
জেড্ডা: বয়স মাত্র ১৩ বছর। রোজগার? সারা বছর নয়, মাত্র ২ মাসে ১ কোটি ১০ লক্ষ টাকা!
আইপিএল নিলামের দ্বিতীয় দিন হইচই ফেলে দিল বিহারের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছে বৈভব। নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে তার নাম নথিভুক্ত হওয়ার পর থেকেই চর্চা চলছিল। সোমবার, নিলামের দ্বিতীয় দিন নিলামে তোলা হল বিহারের বিস্ময় কিশোরকে। নিলামে যার ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। শুরুতেই তার জন্য দর হাঁকতে শুরু করে রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস।
ভুলে গেলে চলবে না যে, জেড্ডায় দুই দলের নিলামের টেবিলে বসে ছিলেন দুই কিংবদন্তি। রাজস্থান রয়্যালসের নিলামের টেবিলে ছিলেন রাহুল দ্রাবিড়। দিল্লির টেবিলে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রাবিড় তৃণমূল স্তরের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে দর। ভারতের সিনিয়র দলের কোচ হওয়ার আগে দীর্ঘ সময় কাটিয়েছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচও ছিলেন দীর্ঘ দিন। ভারতের সিনিয়র দলের বর্তমান সাফল্যের নেপথ্যেও অনেকে কৃতিত্ব দেন দ্রাবিড়কেই। অন্যজন, সৌরভের জহুরির চোখ। যিনি অধিনায়ক থাকার সময় সাজিয়েছিলেন টিম ইন্ডিয়ার ভিত। যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, মহম্মদ কাইফদের মতো তরুণ তুর্কিদের নিয়ে তৈরি করেছিলেন ভারতীয় দল। তাঁরা যখন বৈভবকে দলে পেতে ঝাঁপাচ্ছেন, তখন এটা স্পষ্ট যে, বিহারের ক্রিকেটার সাধারণ নয়, বরং রয়েছে বিশেষ প্রতিশ্রুতি।
Vaibhav Suryavanshi is SOLD to @rajasthanroyals for INR 1.1 Crore 🔥#TATAIPLAuction | #TATAIPL
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
বৈভবকে পেতে ১ কোটি টাকা পর্যন্ত দর দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে রাজস্থান রয়্যালসও ছিল বদ্ধপরিকর। তারা বৈভবের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা দর হাঁকে। আর এগোয়নি দিল্লি। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে বিহারের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীকে দলে নেয় রাজস্থান রয়্যালস। এবার দ্রাবিড়ের প্রশিক্ষণে স্বপ্নপূরণের সুযোগ পাবে বৈভব।
বাঁ হাতে ব্যাট করে। বাঁহাতি স্পিন বোলিংও করে বৈভব। ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও একটি ম্যাচ খেলে ফেলেছে। এবার আরও বড় সুযোগ।
আরও পড়ুন: ক্যাপ্টেন করতে চেয়ে ফোন, ধরেননি শ্রেয়স? নিলামের দিনই বিতর্কে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক