(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli memes: পাঁচ বছর পর আইপিএলে গোল্ডেন ডাক, সোশ্যাল মিডিয়া বিরাটের মিমের ছড়াছড়ি
IPL Virat Kohli memes: সানরাইজার্সের বিরুদ্ধে শূন্য রানেই আউট হয়ে বিদ্রুপের সম্মুখিন হতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। দুসমন্ত চামিরার বলে প্রথম ম্যাচে প্রথম ওভারেই চালিয়ে খেলতে গিয়ে আউট হন।
মুম্বই: কেরিয়ারে এতটা খারাপ সময় আর কখনও বোধহয় তাঁর আসেনি। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএলে, একের পর এক ব্যর্থতাই সঙ্গী। ক্রমেই যেন হারিয়ে যাচ্ছেন তিনি। কোথায় সেই কিং কোহলি (Virat Kohli)? কোথায় সেই আগ্রাসন? মাঠে নামা মানেই এখন যেন বিরাটের শুধুই ফিরে যাওয়ার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। চলতি আইপিএলে পরপর ২ ম্যাচে খাতা খোলার আগেই ফিরে গেলেন। ২০১৭ সালের পর এই প্রথমবার আইপিএলে গোল্ডেন ডাক হয়েছিলেন লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে। এরপর সানরাইজার্স ম্য়াচের পর সোশ্য়াল মিডিয়ায় ক্রমেই বিরাটকে নিয়ে মিমস।
সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি
এবারের আইপিএলে প্রথমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ও পরের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে শূন্য রানেই আউট হয়ে বিদ্রুপের সম্মুখিন হতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। দুসমন্ত চামিরার বলে প্রথম ম্যাচে প্রথম ওভারেই চালিয়ে খেলতে গিয়ে আউট হন। দ্বিতীয় ম্যাচে মার্কো ইয়েনসেনের বলে স্লিপে ক্যাচ আউট হন। এরপরই সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন রকম মিম দেখতে পাওয়া যায় বিরাটকে নিয়ে -
Virat Kohli innings summary #ViratKohli𓃵 #RCBvSRH #IPL2022 pic.twitter.com/4uVE1YwGEa
— Sumit (@sumittkar) April 23, 2022
— Rahul Shrivastava 🇮🇳🇮🇳 (@Rahulshrivstava) April 23, 2022
Nothing More To Say. 🙏🏻 @imVkohli #IPL2022 #RCBvsSRH #ViratKohli @IPL pic.twitter.com/hQYYGNfWSg
— rututu_rutu_tara (@rututurututara) April 23, 2022
আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), আইপিএল-এ (IPL 2022) ফের লজ্জার হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। ২০১৭ সালের ২৩ এপ্রিল কেকেআর-এর ১৩১ রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানেই শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডিভিলিয়ার্স সমৃদ্ধ আরসিবি ব্যাটিং লাইনআপ। ঠিক ৫ বছর পর একই দিনে আজ হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গেল আরসিবি। ৮ ওভারে মাত্র একটি উইকেট হারিয়েই সেই রান টপকে গেল হায়দরাবাদ।