এক্সপ্লোর
Advertisement
শামি-ইশান্তের সৌজন্যে ৩৩ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃ্ত্তি
কিংস্টন: টাইম মেশিনে যেন ফিরে এসেছিল ৩৩ বছর আগের সেই দিনটি। সাবাইনা পার্কের বদলে মনে হচ্ছিল খেলা হচ্ছে মুম্বইয়ে। ১৯৮৩ সালের সেই টেস্টে সবুজ পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতীয় পেসারদের দাপটে শুরুতেই ধস নেমেছিল বিশ্বসেরা ব্যাটিং লাইনআপে। জামাইকাতেও ঠিক সেটাই হল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার নিশ্চয়ই এখন আফশোস করছেন।
সিরিজের প্রথম টেস্টে হেরে যাওয়ার পর সাবাইনা পার্কের পিচে যথেষ্ট পরিমাণে ঘাস রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য একটাই, পেস বোলিংয়ের সাহায্যে ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুত আউট করা। কিন্তু এই সিদ্ধান্তই যে ব্যুমেরাং হয়ে যাবে কে জানত!
হোল্ডার টসে জিতে সবাইকে কিছুটা অবাক করেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। ইশান্ত ও শামির বল বুঝে ওঠার আগেই মাত্র সাত রানের মধ্যে তিন জন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
১৯৮৩ সালের সেই টেস্টে বল হাতে কামাল করেছিলেন বলবিন্দর সিংহ সাঁধু ও কপিল দেব। তাঁদের দাপটে মাত্র এক রানে তিন জন বিখ্যাত ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিলেন। তারপর এই প্রথম এত কম রানে তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। সাবাইনা পার্কে শুরু থেকেই ইশান্ত-শামিরা যেভাবে বল হাতে আগুন ঝরাচ্ছেন, তাতে দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের কাজ সহজ হবে বলে মনে হচ্ছে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement