ATK MB: ভারতীয় ফুটবলাররা আর ২ গোল করলেই আইএসএলে নতুন রেকর্ড গড়বে এটিকে মোহনবাগান
ISL News: লিগ পর্বে মোট ৩৭টি গোল করেছে এটিকে মোহনবাগান। যা হায়দরাবাদ এফসি (৪৩), জামশেদপুর এফসি-র (৪২) পরেই তিন নম্বরে।
কলকাতা: আইএসএলে (ISL) অভিষেকের পর টানা দ্বিতীয় বছর সেমিফাইনালে উঠল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এর আগে কলকাতার এটিকে এফসি-ও তাদের প্রথম দুই মরসুমেই সেরা চারে ছিল। সেই ধারা বজায় রাখল এটিকে মোহনবাগানও।
এ বছর টানা ১৫টি ম্যাচে অপরাজিত ছিল তারা। কিন্তু লিগ পর্বের শেষ ম্যাচে তাদের সেই ধারাবাহিকতা ব্যহত হয়। তবে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজির যুগ্ম ভাবে তারা গড়েছে। এর আগে এফসি গোয়া টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিল, যা ছুঁল এটিকে মোহনবাগান। এফসি গোয়া যখন এই রেকর্ড গড়ে, তখনও (২০২০-২১) তাদের কোচ ছিলেন যিনি, সেই স্পেনের হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণেই এই নজির ছুঁয়ে ফেলল সবুজ-মেরুন শিবির।
চলতি মরসুমে তারা মাত্র তিনটি ম্যাচে হেরেছে। গত মরসুমে তারা চারটি ম্যাচে হার মেনেছিল। এ বার সবচেয়ে কম হারের সেই নজির ভেঙে যুগ্মভাবে নতুন নজির গড়ল তারা। জামশেদপুরও তিনটি ম্যাচই হেরেছে। আর হারার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এ বার ১২ পয়েন্ট অর্জন করেছে, যা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সমান।
প্রথম আন্তোনিও লোপেজ হাবাস ও পরে ফেরান্দোর প্রশিক্ষণাধীন কলকাতার দল এ বার সাতটি ম্যাচে ড্র করেছে, যা যুগ্ম ভাবে দ্বিতীয়। কেরালা ব্লাস্টার্সও সাতটি ম্যাচে ড্র করেছে এ বারের লিগে। ড্রয়ের সংখ্যার দিক থেকে সবার ওপরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল (৮)। হারের দিক থেকেও সবার ওপরে তারা।
লিগ পর্বে মোট ৩৭টি গোল করেছে এটিকে মোহনবাগান। যা হায়দরাবাদ এফসি (৪৩), জামশেদপুর এফসি-র (৪২) পরেই তিন নম্বরে। এই ৩৭টি গোলের মধ্যে ২৮টিই তারা করেছে ওপেন প্লে থেকে এবং ন’টি হয়েছে থ্রু পাস থেকে। ওপেন থেকে এতগুলো গোল আর কোনও দল এ বারের লিগে করতে পারেনি। থ্রু পাস থেকে করা গোলেও সবুজ-মেরুন শিবিরই সেরা।
তবে সেটপিস থেকে করা গোলের দিক থেকে একেবারে নীচের দিকে রয়েছে হুয়ান ফেরান্দোর দল। সেটপিস থেকে দশেরও কম গোল করেছে যারা এমন পাঁচটি দলের মধ্যে রয়েছে এটিকে মোহনবাগান। সেরা চারটি দলের মধ্যে তারাই সেটপিস থেকে সবচেয়ে কম গোল করেছে।
সেমিফাইনালে উঠলেও সেটপিসে অক্ষমতার চেয়েও একটি বড় নেতিবাচক দিক দেখা গিয়েছে এটিকে মোহনবাগানের। লিগ পর্বে সবচেয়ে বেশি লাল কার্ড তাদের ফুটবলাররাই দেখেছেন। মোট তিনটি লালকার্ড দেখেছে তারা। লাল কার্ড দেখেছেন দীপক টাঙরি, প্রবীর দাস ও রয় কৃষ্ণ।
চলতি আইএসএলে ভারতীয়দের করা হওয়া সবচেয়ে বেশি গোল এটিকে মোহনবাগানেরই। সব মিলিয়ে ১৯টি গোল করেছেন দলের ভারতীয়রা। আর কোনও দলের ভারতীয় ফুটবলাররা এত গোল করতে পারেননি। ২০১৮-১৯ মরসুমে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ফুটবলাররা ২০টি গোল করেছিলেন। সেই নজির ছুঁতে আর একটি গোল বাকি এবং বাকি দুই বা তিনটি ম্যাচে লিস্টন কোলাসো, মনবীর সিংরা নতুন নজির গড়তে পারেন কি না, সেটাই দেখার।
এ পর্যন্ত ক্লাবের সর্বোচ্চ গোলদাতা লিস্টন করেছেন আটটি গোল। মনবীর সিংহ করেছেন ছ’টি গোল। নবাগত স্ট্রাইকার কিয়ান নাসিরি করেছেন তিনটি গোল। শুভাশিস বোস ও প্রীতম কোটাল একটি করে গোল করেছেন। শুধু গোল করা নয়, করানোর দিক থেকেও এগিয়ে সবুজ-মেরুন শিবিরের ভারতীয়রা। এ পর্যন্ত মোট দশটি ‘অ্যাসিস্ট’ করেছেন তাঁরা। অর্থাৎ, দেখা যাচ্ছে, ক্লাবের ২৯টি গোলে ভারতীয় ফুটবলারদের অবদান রয়েছে। অন্য কোনও দলের ভারতীয় ফুটবলারদের এত বেশি গোলে অবদান নেই।