East Bengal in ISL: ধারাবাহিক ব্যর্থতা, কীসের আফশোস করছেন লাল হলুদ কোচ মারিও রিভেরা?
East Bengal in ISL: কিন্তু সেই কাজটা কী ভাবে করবেন তিনি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে পরের ম্যাচগুলিতেও যে তাঁর দলের লক্ষ্য একই থাকবে, তা জানাতে ভুললেন না তিনি।
কলকাতা: ডার্বিতে হতাশাজনক হারের পরে দলকে এখন সামনের ছ’টি ম্যাচে লড়াই করার জন্য উজ্জীবিত করাই এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা-র প্রধান কাজ। কিন্তু সেই কাজটা কী ভাবে করবেন তিনি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে পরের ম্যাচগুলিতেও যে তাঁর দলের লক্ষ্য একই থাকবে, তা জানাতে ভুললেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন নতুন খেলোয়াড়দের নিয়েও, বিশেষ করে নতুন স্ট্রাইকার জুটি পেরোসেভিচ-মার্সেলো জুটিকে নিয়ে। কী বললেন রিভেরা? জেনে নেওয়া যাক।
আমরা সবাই পেশাদার। পেশাদারদের দল এটা। জয় হোক, বা হার। একটা ম্যাচের পর আর একটা ম্যাচের জন্য সমান ভাবে তৈরি থাকতে হয়। ম্যাচ শেষ হওয়ার পরে সেই ম্যাচের ভালগুলো নিয়ে সেগুলো ধরে রাখার চেষ্টা করা ও খারাপগুলোকে শোধরানো এবং পরের ম্যাচের জন্য তৈরি হওয়া, এটাই নিয়ম।
জেতার পরে একটা দলকে উজ্জীবিত করা সোজা। কারণ, ভাল কিছু করলে তবেই জেতা যায়। আর ভাল কিছু করার পরে ছেলেদের উজ্জীবিত করা সোজা কাজ।
খুবই ভাল জুটি এরা। ওরা মরসুমে শুরু থেকে যদি একসঙ্গে খেলতে পারত, তা হলে আরও ভাল হত। কিন্তু এই সময়ে আর ওদের সেরাটা দেখতে পাব বলে মনে হয় না। মার্সেলো ইংলিশটা ঠিকমতো বলতে পারে না বলে ওর সিস্টেমটা ঠিকমতো বুঝতে সময় লাগবে। অন্যরা এই ব্যাপারে ওর চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। ওরা যদি মরসুমের শুরু থেকে খেলতে পারত, তা হলে মনে হয় আইএসএলের অন্যতম সেরা আক্রমণাত্মক ফর্মেশন হত আমাদের।
এদিকে, আইএসএলে মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসি থেকে লোনে নাওচা সিংহকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। তরুণ এই ডিফেন্ডার ২০২০-২১ মরসুমে গোকুলাম এফসির হয়ে খেলেছেন। কেরলের এই দলটির হয়ে আই লিগে খেতাবও জিতেছেন। মণিপুরের এই তরুণ ২০১৯ সালে ডুরান্ড কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২২ বছরের এই তরুণ নেরোকা এফসির হয়ে কেরিয়ার শুরু করেছিলেন যুব দলে। এরপর ট্রাউতে যোগ দেন তিনি। ২০১৮-১৯ আই লিগে নেরোকার হয়ে মাঠে নেমেছিলেন। এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেন, ''আমি এসসি ইস্টবেঙ্গলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটি দেশের অন্য়তম সেরা ক্লাব। অনেক সম্মান জড়িয়ে ক্লাবের সঙ্গে। আমি চাই প্রতি মুহূর্তে ক্লাবের হয়ে ভাল পারফর্ম করতে।'' ----------- তথ্য সৌজন্যে আইএসএল মিডিয়া