Neeraj Chopra: প্যারিস অলিম্পিক্সে খেতাব রক্ষার লড়াই, প্রস্তুতি সারতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেলেন নীরজ
Paris Olympics: ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। বাকি আর সাড়ে সাত মাস। ভারতের ক্রীড়াপ্রেমীরা এ বারও পদকের জন্য তাকিয়ে থাকবেন নীরজের দিকে।
নয়াদিল্লি: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে তিনি রূপকথা লিখেছেন। ভারতের প্রথম অ্য়াথলিট হিসাবে অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতেছেন সোনা। সেই নীরজ চোপড়া (Neeraj Chopra) পরের অলিম্পিক্সের (Paris Olympics) প্রস্তুতি শুরু করে দিলেন। সাত মাস আগে থেকেই।
২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। বাকি আর সাড়ে সাত মাস। ভারতের ক্রীড়াপ্রেমীরা এ বারও পদকের জন্য তাকিয়ে থাকবেন নীরজের দিকে। তিনি নিজেও দেশকে আরও একটা অলিম্পিক্স সোনা দিতে মরিয়া। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না। নীরজ উড়ে গেলেন দক্ষিণ আফ্রিকায়।
টার্গেট অলিম্পিক্স পোডিয়াম প্রকল্পে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে (সাই) তাঁর প্রস্তুতির পরিকল্পনা জানিয়েছিলেন নীরজ। ৫ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পোচেস্ট্রুমের নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাঁর আবেদন মঞ্জুর করেছে। তাঁর প্রস্তুতির জন্য ২৭ লক্ষ ৬৭ হাজার টাকা মঞ্জুরও করা হয়েছে। তাই অলিম্পিক্সের প্রাথমিক প্রস্তুতির লক্ষ্যে ৮৫ দিন দক্ষিণ আফ্রিকায় থাকবেন নীরজ। তার পর অলিম্পিক্সের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিতে তিনি যাবেন ইউরোপে।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বিশেষ অনুমতি দিয়েছে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর ডাবলস জুটি চিরাগ শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডিকেও। প্যারিসে তাঁদেরও পদক জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গত ১০ মাস ধরে এই জুটির কোচ হিসাবে রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ডাবলস খেলোয়াড় এবং লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী ম্যাথিয়াস বো। ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বেতন হিসাবে প্রতি মাসে নেন ৭ লক্ষ টাকা।
কয়েকদিন আগে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব়্যাপিড ফায়ার সেশনে নীরজ চোপড়া জানিয়েছিলেন, তিনি ক্রীড়াবিদ না হলে ফটোগ্রাফার হতেন। কারণ, ফটোগ্রাফি তাঁর ভীষণ ভালো লাগে। তিনি যেখানেই যান অনেক ছবি তোলেন। চলতি বছরে এশিয়ান গেমসে সোনা জিতেছেন নীরজ। বুদাপেস্ট বিশ্ব মিটে সোনা জিতেছেন। কিন্তু তাঁর সাফল্যের খিদে এখনও অফুরান।
আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।