Jhulan Goswami Retirement: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ঝুলনের, শুভেচ্ছা জানালেন সৌরভ
Jhulan Goswami: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসেই তৃতীয় ওয়ান ডে শেষে নিজের অবসরের কথা ঘোষণা করেন ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু দুই দশক আগে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার।
লন্ডন: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলেই শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়. সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের অবসরে তাঁকে বিসিসিআইয়ের তরফে শুভেচ্ছা জানালেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
ঝুলনের বিবৃতি
ম্যাচের পরের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ঝুলন লেখেন, 'আজ সেই দিনটা এসেই গিয়েছে। সব যাত্রাই যেমন কোনও না কোনোদিন শেষ হয়, তেমনভাবেই আমার ২০ বছরের অধিক সময়ের ক্রিকেটীয় সফরও আজ শেষ হচ্ছে। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এই সফরটা সবথেকে সন্তোষজনক। আমি দুই দশকের অধিক সময় ধরে ভারতীয় জার্সি পরে মাঠে নামার এবং নিজের দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত কানে আসলে বরাবরই আমি গর্ববোধ করেছি।'
এরপরেই বিসিসিআই, সিএবি এবং ডব্লুসিএআইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ঝুলন লেখেন, 'ক্রিকেট আমাকে বহুদিনের এই সফরে অনেক কিছু উপহার দিয়েছে। তবে নিঃসন্দেহে এই সফরে আমি যাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, তারাই আমার সবচেয়ে বড় উপহার। আমি সবসময়ই সততার সঙ্গে খেলাটা খেলেছি এবং আশা করছি ভারত এবং বিশ্বে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য নিজের অবদানটুকু রাখতে সক্ষম হয়েছি। আশা করছি আমায় দেখে পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা এই খেলা খেলতে উদ্বুদ্ধ হবে।'
Thank you everyone! 🙏🏾 @BCCI @BCCIWomen pic.twitter.com/8TWq8SfxDj
— Jhulan Goswami (@JhulanG10) September 25, 2022
বিসিসিআই সভাপতি সৌরভ ঝুলনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'ঝুলনের অবসরের ফলে ক্রিকেটে এক যুগের অবসান ঘটল। ও সর্বদাই ভারতের হয়ে মাঠে নামতে গর্ববোধ করত এবং বরাবর দেশের হয়ে নিজের সবটা উজাড় করে দিয়েছে। ও ভারতীয় বোলিং আক্রমণের নেতা ছিল এবং ওর কৃতিত্ব বর্তমান এবং উঠতি ক্রিকেটারদের সবসময়ই উদ্বুদ্ধ করবে। ক্রিকেটে ওর অবদান পরিমাপ করা সম্ভব নয়। যদিও মাঠে ওর অনুপস্থিতিটা বড় ক্ষতি, কিন্তু ওর কৃতিত্ব সকলেই অনুপ্রেরিত করবে।'
আরও পড়ুন: ইডেনে ঝুলনের নামে স্ট্যান্ড, কিংবদন্তিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ সিএবির