এক্সপ্লোর
Advertisement
দেখুন: বাউন্ডারি লাইন থেকে বোলিং অ্যাকশনে বল ছুঁড়ে রান আউট ঝাই রিচার্ডসনের
অস্ট্রেলিয়ার চলতি বিগ ব্যাশ লিগে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত সামনে এসেছে। এবার এতে নয়ামাত্রা যোগ করলেন অজি ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন। অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে পার্থ স্কোরচার্সের হয়ে খেলতে নেমে তাঁর একটি রান আউট নজর কেড়ে নিল।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার চলতি বিগ ব্যাশ লিগে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত সামনে এসেছে। এবার এতে নয়ামাত্রা যোগ করলেন অজি ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন। অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে পার্থ স্কোরচার্সের হয়ে খেলতে নেমে তাঁর একটি রান আউট নজর কেড়ে নিল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ঝাই রিচার্ডসন। সেখান থেকে বল কুড়িয়ে বোলিং অ্যাকশনে তা ছুড়লেন স্টাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে। আর এভাবে রান আউট করলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটসম্যান জেক ওয়েদারল্যান্ডকে। বিগ ব্যাশ লিগের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ডে ওই অভিনব রান আউটের ভিডিও পোস্ট করা হয়েছে।
ঝাই রিচার্ডসনের অভিনব থ্রো-তে আউট হওয়ার আগে ওয়েদারল্যান্ড ৪৭ বলে করেন ৮৩ রান।
স্ট্রাইকার্সের ইনিংসের ১৫ তম ওভারে ওই ঘটনা ঘটে। ক্রিস ডর্জনের বল স্কোয়ার লেগে পাঠিয়ে দুটি রান নেওয়ার চেষ্টা করেন ওয়েদারল্যান্ড। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ঝাই রিচার্ডসন। সেখান থেকে বল তুলে বোলিং অ্যাকশনে থ্রো করেন। উইকেটরক্ষক বল গ্লাভসে নিয়ে বেল ফেলে দেন। ওয়েদারল্যান্ড তখনও ক্রিসে পৌঁছতে পারেননি। ফলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
ডাকওয়ার্থ লিউইস সিস্টেমে অবশ্য ওই ম্যাচ স্ট্রাইকার্সই জেতে।This is something different from Jhye Richardson in the deep! A run out worthy of a Bucket Moment.#BBL09 | @KFCAustralia pic.twitter.com/l48sK8BQBw
— KFC Big Bash League (@BBL) December 23, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement