SL vs NAM: টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও, স্মিট-ফ্রাইলিঙ্কের পার্টনারশিপে ১৬৩ রান তুলল নামিবিয়া
Sri Lanka vs Namibia: জেজে স্মিট ও জান ফ্রাইলিঙ্কয়ের ৭০ রানের পার্টনারশিপেই বোর্ডে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর মতো রান তুলতে পারল নামিবিয়া।
জিলঙ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই এক দারুণ লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs NAM) একসময় ৯৩ রানে ধুঁকতে থাকা নামিবিয়া, ইনিংস শেষ করল সাত উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে। এই দুর্দান্ত প্রত্যাবর্তনের মূলে কৃতিত্ব দুই ব্যক্তির। তাঁরা হলেন জেজে স্মিট (JJ Smit) ও জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck)। এই দুইয়ের ৭০ রানের পার্টনারশিপেই বোর্ডে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর মতো রান তুলতে পারল নামিবিয়া।
ফ্রাইলিঙ্কদের লড়াই
এদিন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ৩৫ রানের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে নামিবিয়াকে চাপে ফেলতে সক্ষমও হন লঙ্কান বোলাররা। তবে নামিবিয়ান ব্যাটাররা দমে যেতে একদমই রাজি ছিলেন না। অধিনায়ক জেরার্ড ইরাসমাস (২০) ও স্টিফান বার্ড (২৬) মিলে নামিবিয়ার ইনিংস গঠনের কাজ শুরু করেন। চতুর্থ উইকেটে ৪১ রান যোগও করেন দুই মিডল অর্ডার ব্যাটার। অবশ্য তারপরেই ১৭ রানের মধ্য়ে তিন উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপরেই শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই।
শুরুতে খানিকটা সামলেই খেলছিলেন ফ্রাইলিঙ্ক, তবে অপরদিক থেকে স্মিট আক্রমণ চালিয়ে যান। ধীরে ধীরে রানের গতিও বাড়ে। শেষের কয়েক ওভারে সেট হয়ে যাওয়ার পর ফ্রাইলিঙ্কও ব্যাট চালাতে শুরু করেন। চাপের মুখে শ্রীলঙ্কান বোলারদেরও খানিকটা ছন্নছাড়া দেখায়। তাঁর সম্পূর্ণ সুযোগ তোলেন ফ্রাইলিঙ্করা। বড় শটে নামিবিয়াকে ১৫০ রানের গণ্ডিও পার করা ফ্রাইলিঙ্ক ও স্মিট। স্টিট প্রায় ২০০-র স্ট্রাইক রেট নিয়ে ১৬ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল দুইটি চার ও সমসংখ্যক ছক্কায়।
সফলতম লিয়ানাগামাগে
ফ্রাইলিঙ্ক ইনিংসের শেষ বলে দুই রান করতে গিয়ে রান আউট হন। তিনি চারটি চারের সাহায্যে ৪৪ রানের ইনিংস খেলেন। এদিন ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ নামিবিয়ার তারকা অলরাউন্ডার ডেভিড উইজা। তিনি প্রথম বলেই শূন্য রানে ফেরেন। শ্রীলঙ্কার হয়ে লিয়ানাগামাগে সফলতম বোলার। তিনি দুই উইকেট নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গাও একটি উইকেটের বেশি নিতে পারেননি। গত বছরের বিশ্বকাপে সাত উইকেটে খানিকটা একপেশে ম্যাচেই নামিবিয়াকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন: শীঘ্রই আসবে বিশ্বখেতাবও, এশিয়া কাপ জিতেই ভবিষ্যদ্বাণী দীপ্তি শর্মার