WTC Final 2023: চোটের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, বদলি নেসের
WTC Final 2023, Josh Hazlewood: অজি শিবিরের সঙ্গে প্রস্তুতিতে অংশ নিলেও ম্যাচ ফিট নন তিনি। তাই শেষ পর্যন্ত ফাইনাল থেকে ছিটকেই গেলেন এই অভিজ্ঞ পেসার।
![WTC Final 2023: চোটের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, বদলি নেসের Josh Hazlewood has been ruled out of the World Test Championship final, Michael Neser replaces him in Australia’s squad WTC Final 2023: চোটের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, বদলি নেসের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/ff2577f99b7376554c9ce019ddc892c11685883048712206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের আগেই অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য অজি স্কোয়াড থেকে ছিটকে গেলেন জশ হ্য়াজেলউড। তারকা এই ডানহাতি অজি পেসার দীর্ঘদিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন। আইপিএলেও মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন হ্য়াজেলউড আরসিবির জার্সিতে। অজি শিবিরের সঙ্গে প্রস্তুতিতে অংশ নিলেও ম্যাচ ফিট নন তিনি। তাই শেষ পর্যন্ত ফাইনাল থেকে ছিটকেই গেলেন এই অভিজ্ঞ পেসার।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হ্য়াজেলউড। ওভালে হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কামিন্স, স্টার্কদের সঙ্গে হ্যাজেলউডের পেসও ভারতীয় ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারত। কিন্তু হ্যাজেলউড ম্যাচ ফিট না হওয়ায় এবার তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে অজিদের।
অন্য়দিকে মাইকেল নেসের অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন। কাউন্টি ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে ১৯ উইকেট নিয়েছিলেন নেসের। মূলত স্কট বোল্যান্ডের সঙ্গেই তাঁর লড়াই হবে একাদশে সুযোগ পাওয়া নিয়ে। এখনও পর্যন্ত বোল্যান্ড ৭টি টেস্ট ম্যাচ খেলে মোট ২৮ উইকেট নিয়েছেন। নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্টেও খেলেছিলেন বোল্যান্ড।
নজরে টেস্ট চ্যাম্পিয়নশিপ
খেতাবি লড়াইয়ে মাঠে নামার আগে কামিন্স বলেন, 'অনেকেই ভুলে যাচ্ছেন (অ্যাসেজের) আগে কিন্তু আমাদের ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হবে। অ্যাসেজ বা ভারতের বিরুদ্ধে সিরিজগুলি যেখানে আমরা চার-পাঁচটা টেস্ট ম্যাচ খেলি, সেই সিরিজগুলি বড় সিরিজ, তবে দুই-তিন টেস্টের সিরিজগুলির (টেস্ট চ্যাম্পিয়নশিপে) তুলনামূলক গুরুত্ব কিন্তু একেবারেই কম নয়। বরং, বিশ্বস্তরে এর গুরুত্ব অনেক এবং এই সিরিজগুলি জয়ের জন্য বাড়তি লাভও রয়েছে।'
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার দলে বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) মার্নাস লাবুশেন রয়েছেন। তিনি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ডিউক বলে ভারতের বোলিং আক্রমণ নিয়ে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রাখছেন। লাবুশেন মনে করছেন ডিউক ভারতীয় বোলিং আক্রমণ আরও ভয়ঙ্ক হয়ে উঠতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)