(Source: ECI/ABP News/ABP Majha)
ঘরোয়া টি-২০ ম্যাচে প্রথম উইকেটে রেকর্ড ২০৯ রান আকমল-বাট জুটির
রাওয়ালপিণ্ডি: ঘরোয়া টি-২০ ম্যাচে প্রথম উইকেটে রেকর্ড পার্টনারশিপ গড়লেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান কামরান আকমল ও সমলন বাট।
রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত ঘরোয়া ন্যাশনাল টি-২০ কাপ লাহোর হোয়াইট-দের হয়ে খেলছিলেন এই দুজন। প্রথম উইকেটে উইকেটরক্ষক ও অধিনায়কের জুটি ২০৯ রান করে। এর আগের রেকর্ড ছিল ২০৭ রানের। গত অগাস্ট মাসে কেন্টের হয়ে তা গড়েছিলেন জো ডেনলি ও ড্যানিয়েল বেল-ড্রুমন্ড।
২০৯ রানের মধ্যে আকমল করেন ১৫০ রান। নিয়েছেন ৭১ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ১২টি ছক্কায়। অন্যদিকে, আটটি চারের সহায়তায় ৪৯ বলে ৫৫ রান করেন বাট। আকমল বিধ্বংসী মেজাজে আছেন দেখে, বাট কেবল একদিক ধরে রেখে স্ট্রাইক রোটেট করার দিকেই মনযোগ দেন।
প্রতিপক্ষ ইসলামাবাদের সব বোলারই আকমলের সংহারের কাছে অসহায় আত্মসমর্পণ করেন। তবে তার মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন মহম্মদ ইরফান। চার ওভারে তিনি ৪৮ রান দেন। ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০০ রানেই শেষ হয়ে যায় ইসলামাবাদের লড়াই।
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম উইকেটের রেকর্ড পার্টনারশিপ রয়েছে ভারতের দখলে। গতমাসে নয়াদিল্লিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৫৮ রান তোলেন শিখর ধবন ও রোহিত শর্মা।