(Source: Poll of Polls)
Kanyashri Cup 2023: ১০ জনের দল নিয়েও ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন শ্রীভূমি
IFA: শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে শ্রীভূমি ২ - ১ গোলে পরাজিত করে গত বছরের চ্যাম্পিয়ন ইমামি ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal)।
কলকাতা: কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপে (Kanyashri Cup 2023) পয়েন্টের বিচারে শীর্ষে শেষ করল শ্রীভূমি ফুটবল ক্লাব (Sreebhumi Sporting Club)। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে তারা ২ - ১ গোলে পরাজিত করে গত বছরের চ্যাম্পিয়ন ইমামি ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal)। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলে, এবার ট্রফি যাচ্ছে শ্রীভূমি ফুটবল ক্লাবেই।
৬৫ মিনিট ১০ জনে খেলেও জয় হাসিল করে সুজাতা করের প্রশিক্ষণাধীন শ্রীভূমি। প্রথমার্ধেই রিম্পা হালদার ও মৌসুমী মুর্মুর গোলে ২ - ০ ব্যবধানে এগিয়ে যায় শ্রীভূমি। এর পরেই শ্রীভূমির মৌসুমী মুর্মু লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে খেলতে হয় তাদের। বিরতির পরে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মমতা মাহাতো ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান। কিন্তু শ্রীভূমির গোলরক্ষক অদ্রিজা সরখেলের প্রতিরোধের কাছে হার মানে ইস্টবেঙ্গলের সমতায় ফেরার যাবতীয় প্রয়াস। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীভূমির রিম্পা হালদার।
FT| The girls fought bravely throughout the tournament. Chin up! 🫂#KanyashreeCup #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/ZM8B4FLBlW
— East Bengal FC (@eastbengal_fc) December 29, 2023
এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝা। এদিন পরাজয়ের ফলে কন্যাশ্রী কাপে পয়েন্টের বিচারে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল এফসি।
Half-time#KanyashreeCup #JoyEastBengal pic.twitter.com/ZEa91PTpmd
— East Bengal FC (@eastbengal_fc) December 29, 2023
আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে