এক্সপ্লোর
Advertisement
কথোপকথন হয়তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, যা হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী, বলছেন কর্ণ জোহর
মুম্বই: তাঁর অনুষ্ঠানে এসে হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুল বিতর্কে জড়ানোয় বিড়ম্বনায় পড়ে ক্ষমা চাইলেন কর্ণ জোহর। বলিউডের এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বলেছেন, ‘ওই পর্বে যে কথোপকথন হয়েছে তার সাফাই দিচ্ছি না। আমার মনে হচ্ছে কথোপকথন হয়তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আমার অনুষ্ঠানে এই ঘটনা ঘটায় আমি ক্ষমাপ্রার্থী।’
কর্ণ আরও বলেছেন, ‘আমি এ বিষয়ে মুখ খুলিনি। আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। কারণ, এটা আমার শো। আমি ওদের (পাণ্ড্য ও রাহুল) অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। শোয়ের দায়িত্ব আমার। আমি টানা কয়েকদিন রাতে ঘুমোতে পারিনি। শুধু ভাবছিলাম কীভাবে অনিচ্ছাকৃত ক্ষতি করে ফেললাম। আমার কথা কে শুনবে? বিষয়টি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, সেটা আর আমার নিয়ন্ত্রণে নেই।’
নিজেকে নারীবাদী বলে দাবি করে কর্ণ বলেছেন, ‘আমি পাণ্ড্য ও রাহুলকে যে প্রশ্ন করেছিলাম, সেটা মহিলাদেরও করি। দীপিকা (পাড়ুকোন) ও আলিয়া (ভট্ট) যখন এই শোয়ে এসেছিল, তখন ওদেরও আমি একই প্রশ্ন করেছিলাম। উত্তরের উপর আমার নিয়ন্ত্রণ নেই। অনুষ্ঠান শেষ হওয়ার পর কন্ট্রোলরুমে ১৬-১৭ জন মেয়ে থাকে। গোটা শোটাই পরিচালনা করে মহিলারা। আমিই একমাত্র পুরুষ। কেউ সমস্যার কথা জানায়নি। আমি টিআরপি নিয়ে ভাবি না। পাণ্ড্য ও রাহুলের কেরিয়ার নিয়ে আমি চিন্তিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement