এক্সপ্লোর
Advertisement
পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর উমেশের প্রশংসায় কাটিচ
কলকাতা: গতকাল ইডেনে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের অসাধারণ জয়ের জন্য পেসার উমেশ যাদবকেই কৃতিত্ব দিচ্ছেন সহকারী কোচ সাইমন কাটিচ। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘দলে ফিরেই খেলার ধারা বদলে দেওয়া সহজ নয়। ভুলে গেলে চলবে না, উমেশ দু সপ্তাহ মাঠের বাইরে ছিল। গতকাল ও আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। একসময় মনে হচ্ছিল, আমাদের ২০০ রান তাড়া করতে হবে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটই খেলা ঘুরিয়ে দেয়।’
গতকাল প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান করে পঞ্জাব। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নেমে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সুনীল নারিন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তবে নারিনের চেয়েও উমেশের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কাটিচ। তিনি বলেছেন, উমেশ সবসময়ই গতিতে বল করেন। পরিকল্পনা করেই ম্যাক্সওয়েলের উইকেট নিয়েছেন এই পেসার।
নারিনের পারফরম্যান্স সম্পর্কে কেকেআর-এর সহকারী কোচ বলেছেন, ‘আমরা জানতাম ও ব্যাট করতে পারে। ক্রিস লিনের চোট থাকায় আমরা নারিনকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নিই। ও আমাদের জয়ে বড় ভূমিকা পালন করেছে। ৬ ওভারে ৭৬ রান ওঠার পরেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। এখন নারিনের ডাক নাম অলরাউন্ডার। আশা করা যায় ও এভাবেই খেলে যাবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement