Khel Ratna Award 2021: খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত নীরজ, মিতালি, লভলিনা, সুনীলরা
খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেশও।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার নতুন সম্মান। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত হলেন তিনি। নীরজের পাশাপাশি খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন আরও দশজন ক্রীড়াবিদ, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এবছর মোট ১১ জন ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে খেলরত্ন পুরস্কারের জন্য।
নীরজের পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেশকেও।
ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য মনোনীত হলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ার নীরজ সমেত ১১ জনের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্নের জন্য মনোনীত হয়েছে।
টোকিও প্যারালিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতের প্রথম মহিলা আ্যাথলিট অবনী লেখারার নামও মনোনীত হয়েছে খেলরত্নের জন্য। এছাড়া জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিলের নামও রয়েছে।
অর্জুন পুরস্কারের জন্য ৩৫ জন ক্রীড়াবিদের নাম মনোনীত করা হয়েছে। ২০২১ ক্রীড়াক্ষেত্রে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্য়ান্স ছিল আগের থেকে ভাল। দেশের প্রথম ফুটবলার হিসাবে সুনীল ছেত্রীর নাম খেলরত্নের জন্য মনোনীত হয়েছে।
অলিম্পিক্সের রেশ কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীরজ। ছুটিতে গিয়েও জ্যাভলিনকে ভুলতে পারেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল, স্কুবা ডাইভিং শিখছেন নীরজ এবং জলের তলাতে জ্যাভলিন ছোড়ার পদ্ধতি দেখাচ্ছেন। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ভিডিওটির ক্যাপশনে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার লিখেছিলেন, 'আকাশ, মাটি এমনকী জলের তলায়, সর্বদা আমি জ্যাভলিনের কথাই ভাবি।' এরপর তিনি আরও লেখেন, 'ট্রেনিং শুরু হয়ে গিয়েছে।'
খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত: নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, পিআর শ্রীজেশ, লভলিনা বড়গোহাঁই, রবিকুমার দাহিয়া, মিতালি রাজ, প্রমোদ ভগৎ, অভনি লেখারা, কৃষ্ণ নাগর, সুমিত আন্টিল ও মণীশ নারওয়াল।