Kieron Pollard: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিরলেন পোলার্ড
Kieron Pollard: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ফিরলেন এই অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই চোট পেয়েছিলেন পোলার্ড।
জামাইকা: হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পাওয়া যায়নি পোলার্ডকে। কিন্তু আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ফিরলেন এই অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই চোট পেয়েছিলেন পোলার্ড। যার জন্য পাকিস্তান সিরিজেও অংশ নিতে পারেননি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। জামাইকায় প্রথম ম্যাচ খেলতে নামবে ২ দল। আইরিশদের বিরুদ্ধে ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। তাদের বিরুদ্ধে ৫ ম্যাচের পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পোলার্ড বাহিনী। চলতি মাসের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে সেই সিরিজ।
এর আগে, অতিমারির বাড়বাড়ন্তের জেরে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Pak vs WI) একদিনের সিরিজ। আগামী জুন মাসে স্থগিত হয়ে যাওয়া এই সিরিজ খেলা হবে। তার আগে সিনিয়র প্লেয়ারদের স্কোয়াডে ফিরিয়ে আনা হচ্ছে।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে করাচিতে পৌঁছানোর পর থেকেই ক্যারিবিয়ানদের করোনা আতঙ্ক তাড়া করছিল। করাচিতে আসার পর তিন খেলোয়াড় এবং এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই ধাক্কা সামলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়। কিন্তু তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত সকলকেই নিভৃতবাসে পাঠানো হয়। ভাঙাচোরা দল নিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ান ডে সিরিজ খেলার বিষয়ে অনিচ্ছুক ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে এই সিরিজ সুপার লিগের অন্তর্ভুক্ত। যে লিগের ওপর দাঁড়িয়ে রয়েছে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কার সরাসরি খেলবে সেই বিষয়টি। তাই ঝুঁকি নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ব্যর্থ হয়েছিল ভারত? কী ব্যাখা দিলেন শাস্ত্রী?