এক্সপ্লোর
Advertisement
৬৭ রানে অলআউট দিল্লি, ১০ উইকেটে জয় পঞ্জাবের
মোহালি: দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ তৃতীয় জয় পেল কিংস ইলেভেন পঞ্জাব। আজ দিল্লিকে ৬৭ রানে অলআউট করে দেওয়ার পর মাত্র ৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পঞ্জাব। মাত্র ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন মার্টিন গাপটিল।
আজ প্রথমে ব্যাট করতে নেমে আইপিএল-এ নিজেদের সর্বনিম্ন স্কোর করে দিল্লি ডেয়ারডেভিলস। গোটা ইনিংসে দু অঙ্কের রান করেন মাত্র তিন জন। ৩৩ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল, আজই হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৪৯ রানে অলআউট হওয়ার রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল-এর ইতিহাসে সর্বনিম্ন স্কোর করবে দিল্লি। তবে শেষপর্যন্ত ৬৭ রান করল করুণ নায়ারের দল। ৪ উইকেট নেন সন্দীপ শর্মা। দুটি করে উইকেট নেন অক্ষর পটেল ও বরুণ অ্যারন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দিল্লি। ক্রিজে কিছুটা সময় কাটাতে সক্ষম হন নায়ার (১১), কোরি অ্যান্ডারসন (১৮) ও কাগিসো রাবাদা (১১)। বাকিরা কিছুই করতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার ফলেই ম্যাচ হারতে হল দিল্লিকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement