এক্সপ্লোর
Advertisement
শেষ ওভারের ছক্কায় জয়ের হ্যাটট্রিক নাইট রাইডার্সের, পরপর ৪ ম্যাচে হার পুনের
পুনে: জয়ের হ্যাটট্রিক করলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর টান টান থ্রিলারে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে শেষ ওভারে ২ উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্স। রান তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং সুর্য কুমার যাদবের। তিনি করলেন ৬০ রান করে। এদিন টস জিতে গম্ভির ব্যাটিং করতে পাঠান ধোনিদের। শাকিব, নারীন, সতিশ-দের বোলিং দাপট বেগ দেয় পুনের ব্যাটিংকে। যদিও ধোনির ব্যাটে ভরকরে ১৬০-এ পৌছয় পুনের স্কোর।
রপর ব্যাটিং করতে নেমে প্রথম বলে উথাপ্পার উইকেট হারিয়েও নিজেদের সামলে নেয় কেকেআর। সৌজন্যে সূর্য কুমার যাদবের ব্যাট। যোগ্য সঙ্গত ইউসুফ পাঠানের।ইনিংসের শেষের দিকে নাইটদের রানরেট ফের উপরের দিকে তুলে নিয়ে যান রাসেল-পীযুষরা।শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই অসাধারণ ৬ মেরে কেকেআরের জয় নিশ্চিত করে উমেশ যাদব।পাঁচ ম্যাচের মধ্যে চারটেতে জয়।আট পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল গম্ভিরের নাইট রাইডার্স। অন্যদিকে পর পর চার ম্যাচে হারের মুখ দেখল ধোনির দল।
সংক্ষিপ্ত স্কোর: রাইজিং পুণে সুপারজায়ান্টস ১৬০-৫ (রাহানে ৬৭, ধোনি ২৩ ন.আ.)। কলকাতা নাইট রাইডার্স ১৯.৩ ওভারে ১৬২-৮ (সূর্যকুমার ৬০, ইউসুফ ৩৬। ভাটিয়া ২-১৯)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement