এক্সপ্লোর
আইপিএল: পঞ্জাবকে ৭ রানে হারিয়ে লিগ-শীর্ষে কলকাতা
![আইপিএল: পঞ্জাবকে ৭ রানে হারিয়ে লিগ-শীর্ষে কলকাতা Knights Slay The Kings By 7 Runs Go Atop Ipl Table আইপিএল: পঞ্জাবকে ৭ রানে হারিয়ে লিগ-শীর্ষে কলকাতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/05000349/kkr-russell-4-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জিতল কলকাতা নাইট রাইডার্স। বুধবার ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবকে সাত রানে হারিয়ে দিল গম্ভীর-বাহিনী।
এদিন টসে জিতে স্লো উইকেটে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক মুরলি বিজয়। ইনিংসের দুরন্ত শুরু করেন রবিন উথাপ্পা এবং অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম উইকেটে ১০০ রান তুলে নেন দুজনে। মাত্র ১৩ ওভারেই তিন-অঙ্কের ঘরে পৌঁছে যায় নাইটরা। এদিন দুই ওপেনারই অর্ধশতরান করেন। ফের নিজের ফর্মের জানান দেন গম্ভীর। এদিন ৪৫ বলে ৫৪ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ১টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গ দেন উথাপ্পাও (৪৯ বলে ৭০)। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ২টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৬৪ তোলে কলকাতা।
ছবি আইপিএল সৌজন্যে
জবাবে ১৫৭ রানেই আটকে যায় পঞ্জাবের ইনিংস। শুরু থেকেই তাদের ইনিংসে ধস নামে। মাত্র ৫৩ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় পঞ্জাব-শিবির। সেখান থেকে কিছুটা লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান সাহা। ৪২ বলে ৬৮ রান করে আউট হন ম্যাক্সওয়েল। ২৪ রান করেন ঋদ্ধিমান। ম্যাক্সওয়েল আউট হতেই ফের ধস নামে ইনিংসে। শেষ পর্যন্ত ৯ উইকেট খুইয়ে ১৫৭ রানেই আটকে যায় পঞ্জাবের ইনিংস। এদিন বল হাতে নাইটদের হয়ে সবথেকে উজ্জ্বল ছিলেন আন্দ্রে রাসেল। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে বিপক্ষের চার উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নিয়েছেন পীযূষ চাওলা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসেল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরে এল নাইট রাইডার্স। ৯ ম্যাচ খেলে দলের সংগ্রহ ১২ পয়েন্ট। একই পয়েন্ট পেয়ে নেট রান রেটের বিচারে দ্বিতীয় সুরেশ রায়নার নেতৃত্বাধীন গুজরাত লায়ন্স। অন্যদিকে, তালিকার একেবারে নীচে রয়েছে পঞ্জাব।
![ছবি আইপিএল সৌজন্যে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/05000404/kkr-russell-300x200.jpg)
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)