IND vs WI: কখনও চিন্তিত, কখনও অবাক..দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পরই ছড়িয়ে পড়ল রোহিতের অসংখ্য মিম
Rohit Sharma: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বড় রান পাননি। চাপ বাড়ছিল খেতাব হাতছাড়া করায়। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ ম্যাচেই দুর্দান্ত ফর্মে ব্যাটিং করলেন রোহিত শর্মা।
পোর্ট অফ স্পেন: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। জয়ের সুযোগ ছিল। কিন্তু শেষ দিনে কোনও বলই খেলা হল না। যার জন্য দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। শেষ দিনে প্রায় গোটা সময়টাই ২ দলের প্লেয়াররা কখনও ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে মাঠ দেখছেন তো কখনও খুনসুটি করছেন, এমন ছবি বারবার ধরা পড়েছে। কিছু ছবি ভাইরাল হয়েছে রোহিত শর্মারও। যা সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অভিব্যক্তি ধরা পড়েছে ভারত অধিনায়কের। সোশ্য়াল মিডিয়ায় এই নিয়ে প্রচুর মিমও হয়েছে।
View this post on Instagram
View this post on Instagram
[insta]
View this post on Instagram
View this post on Instagram
ম্যাচ জেতার জন্য ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৫ রানের বড় লক্ষ্য রাখে। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষ সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটও তুলে নেয়। দুই উইকেটই পান আর অশ্বিন। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ২৮ ও অভিষেক ম্যাচ খেলা কার্ক ম্য়াকেঞ্জিকে শূন্য রানে ফেরান তিনি। দিনের শেষে তেজনারায়াণ চন্দ্রপাল ও জার্মেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অপরাজিত ছিল। দুই ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২৪ ও ২০। এই পরিস্থিতিতেই পঞ্চম দিন ম্যাচ জেতার আশায় ছিল ভারত। তবে সেগুড়ে বালি, থুড়ি বৃষ্টি। পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় ভারতের ম্যাচ জেতার আশা অধরাই রয়ে গেল।
আরও পড়ুন: ওভালে সেঞ্চুরি হাঁকানো বিরাটকে দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত