দক্ষিণ আফ্রিকা সফরে আগ্রাসী ক্রিকেট খেলতে চান কোহলি
নাগপুর: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে আগ্রাসী ক্রিকেটের হয়ে জোরালো সওয়াল করলেন অধিনায়ক বিরাট কোহলি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে সোমবার শেষ হওয়া দ্বিতীয় টেস্টে আগ্রাসনের আদর্শ উদাহরণ রেখেছেন কোহলি। ২৬৭ বলে তাঁর ২১৩ রানের ইনিংসের দৌলতে ভারত প্রথম ইনিংসে কম সময়ে বিপুল পরিমাণ রানের বোঝা চাপিয়ে দেয় বিপক্ষের ওপর।
কোহলির দ্বিশতরানের পাশাপাশি ভারতের হয়ে শতরান করেন মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মা। এর ফলে, ভারতের হাতে যথেষ্ট সময় ছিল শ্রীলঙ্কাকে আউট করে টেস্ট জেতার। আর সেটাই হয়েছে।
ম্যাচের শেষে পুরস্কার-বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক বলেন, আমি আমার মতো করেই ব্যাট করেছি। (বল মারার) ভাল জায়গা তৈরি করে এবং ক্রমাগত স্ট্রাইক রোটেট করে দ্রুত রান তুলেছি যাতে বোলাররা বেশি সময় পায়।
কোহলি যোগ করেন, বিদেশেও একইভাবে খেলতে হবে। এই মানসিকতা বিদেশেও প্রয়োজন হবে। বলেন, বড় রান করতে চাই, যাতে দল উপকৃত হয়। শতরান করার পর অনেক সময় মনঃসংযোগে চিড় ধরে। তখন দ্রুত একাধিক উইকেট চলে গেলে পাল্টা চাপ তৈরি হয়।
বিরাট জানান, নতুন ব্যাটসম্যানের পক্ষে এসেই স্বাভাবিক শট মারা সম্ভব নয়। কিন্তু, ক্রিজে জাঁকিয়ে বসা কোনও ব্যাটসম্যান অতি সহজেই যে কোনও শট খেলতে পারেন। তাই তিনি দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন। অধিনায়ক স্বীকার করেন, ফিটনেসের জন্যই তিনি তা করতে পারেন।