এক্সপ্লোর
Advertisement
বিরাটকে দেখে কখনও কখনও মনে হয়, মানুষ নয়, ও-ই সম্ভবত তিন ফর্ম্যাটেই এক নম্বর, বললেন তামিম
দুবাই: বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিং প্রতিভায় মুগ্ধ বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তাঁর মন্তব্যে ঝরে পড়ল বিরাট সম্পর্কে তাঁর মুগ্ধতা, বিস্ময়মিশ্রিত শ্রদ্ধা। তামিমকে উদ্ধৃত করে খালিজ টাইমস বলেছে, ও যেভাবে খেলে, দেখে কখনও কখনও তো আমার মনে হয়, ও মানুষ নয়। যখনই ব্যাট হাতে দাঁড়ায়, মনে হয় প্রত্যেকটা ম্যাচে সেঞ্চুরি হাঁকাবে। যেভাবে নিজের খেলার দিকে মনোযোগ দেয়, নিজের বিচার করে, অবিশ্বাস্য। একমাত্র ও-ই সম্ভবত তিনটে ফর্ম্যাটেই এক নম্বর। ও এমন একজন যাঁর দিকে তাকাতে হয়, শ্রদ্ধা করতে হয়, যাঁর থেকে শেখারও কিছু আছে। ও একটা চমত্কার।
কোহলি বর্তমানে টেস্ট ক্রিকেট, একদিনের ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০০০ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হওয়া থেকে মাত্র ৮১ রান দূরে রয়েছেন। বর্তমানে এই রেকর্ডের মালিক সচিন তেন্ডুলকর। ২৫৯টা ম্যাচে সচিন ১০০০০ করেছেন, সেখানে বিরাট খেলেছেন এপর্যন্ত ২০৪টি ইনিংস।
তামিম আরও বলেছেন, আমি গত ১২ বছরে বড় বড় সব খেলোয়াড়কে দেখেছি। সবারই নিজস্ব কিছু না কিছু শক্তি আছে। কিন্তু কাউকে বিরাটের মতো এমন দাপট, প্রভাব ফেলতে দেখিনি।
তামিম নিজেও গত মাসে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের প্রয়োজনে জখম কব্জি নিয়েই ব্যাট করতে নেমে প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি বলেছেন, ভেবেছিলাম একটা ডেলিভারি খেললে ওই ম্যাচে বাংলাদেশের বাড়তি ৫-১০ রান পাওয়ায় সুবিধা হতে পারে। মুশফিকুরের দুর্দান্ত পারফরম্যান্সের জোরে আমরা ৩২ রান তুলে শেষ করি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement