অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রান, ধোনিকে ছাপিয়ে ‘বিরাট রাজত্ব’ কোহলির, জয়ে ‘পরিতৃপ্ত’
মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা।
বেঙ্গালুরু: ২০১৮-১৯ ক্রিকেট বর্ষে অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছিল, এখান থেকে সিরিজ জিতেই ফিরেছিল তারা। হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভারতকে ৩-২-এ হারিয়ে দেশে ফিরেছিল ব্যাগি গ্রিন দল। এবারও সেই আশা নিয়েই এসেছিল তারা। সিরিজ শুরুর আগে রিকি পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল, অস্ট্রেলিয়া জিতবে ২-১-এ। ফলাফল ২-১ হয়েছে ঠিকই তবে তা অস্ট্রেলিয়ার পক্ষে নয়। ওয়াংখেড়েতে ভারতকে ১০ উইকেটে হারিয়ে অজিদের বিজয় রথ এগিয় নিয়ে গিয়েছিল অ্যারন ফিঞ্চ এবং ডেভিভ ওয়ার্নার জুটি। এরপর রাজকোটে ভারতের কামব্যাক। ঘুরে দাঁড়াল বিরাট ব্রিগেড। আর সিরিজ নির্নায়ক ম্যাচে বেঙ্গালুরুতে কার্যত মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা।
ম্যাচ শেষে জয়ের নায়ক রোহিত শর্মা বলে গেলেন, “আমরা জানতাম আমাদের কীভাবে ব্যাট করতে হবে। আগের দুটো ম্যাচে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। কিন্তু, আজ যা প্রয়োজন ছিল তাই করেছি।” এদিন চোটের কারণে ওপেন করতে পারেননি ইনফর্ম শিখর ধবন। তবে তাঁর না থাকা এক বারের জন্যও অনুভব করতে দেয়নি রোহিত-বিরাট জুটি। কে এল রাহুলের ফিরে যাওয়ার পর একশো রানের যুগলবন্দি। তারপর রোহিতের শতরান (১১৯)। বিরাটের অর্ধশতরান (৮৯)। আর শেষে শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংসের (৪৪*) দৌলতে ৭ উইকেটে জেতে ভারত।
🇮🇳🇮🇳#TeamIndia 💙 pic.twitter.com/IQmm5Vrf8I
— BCCI (@BCCI) January 19, 2020
সিরিজ সেরার পুরস্কার ও ট্রফি তুলে নেওয়ার আগে বিরাটও উপস্থাপককে বলে গেলেন, এই জয় তাঁর কাছে পরিতৃপ্তির। তাঁর কথায়, “শিখর না থাকার কারণে আমাদের একটা ভাল শুরুর প্রয়োজন ছিল। নিজেদের খেলার ওপর আমাদের ভরসা ছিল। আর বিগত ৪-৫ বছর ধরে আমাদের দল যেভাবে পারর্ফম করছে আজও তাই করেছে। একজন দায়িত্ব ছাড়ার পর অন্যজন দায়িত্ব নিয়েছে।”
নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর অস্ট্রেলিয়াকেও হারাল ভারত। তবে শেষ জয়ের থেকে এই জয় আরও বেশি আনন্দের। কারণ, বিরাট নিজেও শিকার করে নিয়েছেন, গতবারের তুলনায় এই অজি দল ভাল। ব্যাটিং ও বোলিংয়ে আগের থেকে আরও কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়েছে বিরাটদের। আর সেকারণেই বিরাটের বক্তব্য, ‘স্যাটিসফাইং উইন’। প্রসঙ্গত, এদিন সিরিজ জয়ের সঙ্গে অধিনায়ক হিসেবে এক অনন্য নজিরও গড়েছেন বিরাট।
অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। এর আগে ১২৭ ইনিংসে ৫ হাজার করে এই বিরল কৃতিত্ব নিজের দখলে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ মাত্র ৮৭ ইনিংসেই ধোনিকে ছাপিয়ে গেলেন তিনি। এই তালিকায় বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির পর রয়েছেন তিন কিংবদন্তী- রিকি পন্টিং (১৩১), গ্রেম স্মিথ (১৩৫) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১৩৬)।