এক্সপ্লোর
Advertisement
টেকনিকে কোহলি বিশ্বের সেরা, বলছেন স্টিভ ওয়া
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার কাছ থেকে বড় শংসাপত্র পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোহলিকে টেকনিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে আখ্যা দিলেন ওয়া। তিনি সচিন তেন্ডুলকর এবং ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারার সঙ্গেও কোহলির তুলনা করে বলেছেন, তাঁরা বড় প্রতিযোগিতার খেলোয়াড় ছিলেন। ভারতের অধিনায়কও সেরকমই।
ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কোহলি। দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তিনি দুই ইনিংসেই লড়াই করেছেন। প্রথম ইনিংসে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫১ রান করেন। ভারতের অধিনায়কের প্রশংসা করে ওয়া বলেছেন, ‘ও যে কোনও জায়গায় খেলতে পারে। আমার মনে হয় ওর টেকনিক বিশ্বের অন্য যে কোনও ব্যাটসম্যানের চেয়ে ভাল। ওর আর এবি ডিভিলিয়ার্সের টেকনিকই সবচেয়ে ভাল। এবি ডিভিলিয়ার্স এখন আর টেস্ট ক্রিকেট খেলছে না। তাই কোহলিই এখন সেরা। লারা, তেন্ডুলকর, রিচার্ডস, জাভেদ মিঁয়াদাদ এবং অন্যান্য সেরা ব্যাটসম্যানদের মতোই কোহলিও বড় মঞ্চ পছন্দ করে। বড় মঞ্চেই ওর সেরা খেলা দেখা যায়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement