এক্সপ্লোর
দেখুন: পারথ টেস্টের চতুর্থ দিনেও বাক-যুদ্ধে জড়ালেন কোহলি ও পেইন

পার্থ: পারথ টেস্টে ফের বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন ভারত ও অস্ট্রেলিয়া দলের দুই অধিনায়ক বিরাট কোহলি ও টিম পেইন। চতুর্থ দিনের সকালে ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে হস্তক্ষেপ করতে হয় ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানেকে। তিনি দুই অধিনায়ককে সতর্ক করে দেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৭১ তম ওভারের ঘটনা। বল করছিলেন জসপ্রিত বুমরাহ। নন-স্ট্রাইকার প্রান্তের একেবারে কাছে কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর দুই অধিনায়ক বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। পেইনকে বলতে শোনা যায়, ‘গতকাল তো হেরে গিয়েছিল।আর আজ এত শান্ত থাকার চেষ্টা করছ কেন?’ এই সময় এগিয়ে আসেন আম্পায়ার গ্যাফানে। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। খেলায় মন দাওয তোমরা অধিনায়ক’। উত্তরে পেইন বলেন, ‘আমরা কথা বলছি মাত্র। কোনও বচসা নয়..শান্ত থাক বিরাট’। জবাবে কোহলিও কিছু বলেন। কিন্তু তাঁর কথা মাইক্রোফোনে ধরা পড়েনি। এর কয়েকটা বল পরেই ফের দুজনের মধ্যে মুখোমুখি প্রায় ধাক্কা লেগে যাওযার উপক্রম হয়। রান নেওয়ার সময় পেইন কোহলির খুব কাছাকাছি চলে আসেন।
লাঞ্চের পর মহম্মদ সামির বলে কোহলির হাতেই ক্যাচ দিয়ে আউট হন পেইন। ওই সময়ও দুজনের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়। ম্যাচের তৃতীয় দিনেও দুজনের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। কোহলি ফিল্ডিং করতে করতে বলেছিলেন, ‘এই ব্যাটসম্যান ভুলভাল কিছু করলেই সিরিজ ২-০ হয়ে যাবে’। এ কথা শুনে পাল্টা পেইন বলেছিলেন, ‘আগে তো ব্যাটিংটা করো’।Virat Kohli and Tim Paine are back at it! The two have locked horns again as tension builds on the 4th day of the 2nd Test. 📺 Watch LIVE on #FoxCricket & 📰 join our match centre: https://t.co/fLeuCrQjUF #AUSvIND pic.twitter.com/MFZlzpoIt5
— Fox Cricket (@FoxCricket) December 17, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















