এক্সপ্লোর
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে স্মিথ, বিরাট, পূজারার অবস্থান অপরিবর্তিত

দুবাই: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা একই জায়গায় আছেন। আজ প্রকাশিত হওয়া নয়া র্যাঙ্কিং অনুযায়ী, বিরাট ও পূজারা যথাক্রমে দুই ও সাত নম্বরে আছেন। বিরাটের পয়েন্ট ৯১২। পূজারার পয়েন্ট ৮১০। অন্যদিকে, বল-বিকৃতির দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছর নির্বাসিত করলেও, স্টিভ স্মিথ এখনও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন। তিনি বিরাটের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে। ভারতীয় দল আপাতত টেস্ট খেলছে না। বিরাটের ইংল্যান্ড সফরের আগে টেস্ট খেলার সম্ভাবনা নেই। ফলে বেশ কিছুদিন নির্বাসিত স্মিথই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবেন। বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ৮০৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানেই আছেন রবীন্দ্র জাডেজা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















