Kohli as T20 Captain: নেতৃত্ব থেকে ব্যাটিং, টি-টোয়েন্টিতে কী কী রেকর্ড রয়েছে কিং কোহলির ঝুলিতে?
Kohli as T20 Captain: নিজেই সোশ্য়াল মিডিয়ায় এই বিষয় পোস্ট করে জানিয়েছেন তিনি। কে আসছেন তাঁর জুতোয় পা গলাতে চলেছেন তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু রোহিত শর্মার পাল্লা ভারি।
মুম্বই: টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমিরশাহিতে বিশ্বকাপের পর আর দেখা যাবে না বিরাট কােহলিকে। নিজেই সোশ্য়াল মিডিয়ায় এই বিষয় পোস্ট করে জানিয়েছেন তিনি। কে আসছেন তাঁর জুতোয় পা গলাতে চলেছেন তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু রোহিত শর্মার পাল্লা ভারি।
তবে টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের শেষ বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া থাকবেন বিরাট। কিন্তু কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ডও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সাফল্যের নিরিখে মহেন্দ্র সিংহ ধােনি টি-টোয়েন্টিতে জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু দ্বিতীয় স্থানেই রয়েছেন কিং কোহলি। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে মোট ৪৫ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্যে ২৭ ম্য়াচে জয় পেয়েছেন, হেরেছেন ১৪ ম্যাচে। জয়ের নিরিখে বিরাটই ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক। কুড়ির ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার নিরিখে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
ভারত অধিনায়ক হিসেবে রানের বিচারেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ১৫০২ টি-টোয়েন্টি রান। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিশ্বের মধ্যে চতুর্থ সর্বাধিক রান করেছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার রানের মালিক তিনি। মাত্র ৩০ ইনিংসেই এই মাইলস্টোন ছুঁয়েছিলেন কিং কোহলি। এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে সর্বাধিক অর্ধশতরানও রয়েছেন বিরাটের ঝুলিতে। তাঁর অর্ধশতরানের সংখ্যা ১২।
তবে ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিদেশের মাটিতে নিউজিল্য়ান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন বিরাট। ২০২০ সালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে, একই বছর অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধান ও ইংল্য়ান্ডের বিরুদ্ধেও ২-১ ব্যবধানে জয় একই বছরে।
এদিকে এবার বিরাট কোহলির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শপথ শোনা যেতে শুরু করল ভারতীয় ক্রিকেটে। ডাকটা দিলেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি ট্যুইট করেছেন, 'অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত আমাকে স্তম্ভিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলে ওকে সঠিক শ্রদ্ধার্ঘ জানানো যায়। আশা করছি ওর ঘরানা বহন করবে ভারতের পরবর্তী ক্রিকেটারেরা।'