ODI World Cup: বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে খেলায় জোর দিক কোহলিরা, পরামর্শ সঙ্গকারার
Kumar Sangakkara: অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। যে টুর্নামেন্টে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে ভারতকে।
মুম্বই: অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। যে টুর্নামেন্টে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে ভারতকে। তবে ওয়ান ডে বিশ্বকাপের আগে বাছাই করে ম্যাচ খেলা উচিত বলে মনে করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সঙ্গকারা বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব সব ধরনের ক্রিকেটেই পড়েছে। এমনকী, টেস্ট ক্রিকেটেও। তবে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সকলকে ফিট রাখাটা জরুরি। আর সব ধরনের ফর্ম্যাটে সব ম্যাচে খেলালে সেরা প্লেয়ারদের ফিট না-ও পাওয়া যেতে পারে। ওয়ার্কলোড সামলে পরিকল্পনা করতে হবে। ২০-৩০ বা আরও বড় দলও তৈরি করা যেতে পারে। তবে মূল দলে কারা থাকবে, সেটা অনেক আগে নির্ধারণ করে ফেলতে হবে। সেই প্লেয়ারদের ওপর নির্ভর করেই বাকি দল গঠন করা উচিত।'
উদাহরণ দিতে গিয়ে সঙ্গা বলেছেন, 'ভারতীয় দলের কথাই যদি ধরেন, সবাই জানেন ওদের দলের মূল প্লেয়ার কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে। তবে সামনে বিরাট মরসুম পড়ে রয়েছে। তাই বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ওয়ার্কলোড সামলাতে হবে। আইপিএল আছে। আরও অনেক ক্রিকেট রয়েছে। তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে সকলের নজরে শুধু ওই টুর্নামেন্টটাই থাকা উচিত। সেরা প্লেয়ারদের অনেক ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। বাকিরা তাদের আশেপাশে খেলবে। তবে সকলের এটা জানা উচিত যে প্রথম পনেরোয় আসার লড়াইয়ে রয়েছে তারাও। যথেষ্ট পরিমাণে ওয়ান ডে ক্রিকেট খেলা উচিত সকলের। যাতে শরীর একেবারে তৈরি থাকে। যাতে বিশ্বকাপের আগে ওয়ান ডে দলটা তৈরি হয়ে যায়।'
শ্রীকান্তের পরামর্শ
অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। তার আগে বেশ কিছু ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। রয়েছে এশিয়া কাপও। তবে বিশ্বকাপের দল তৈরির জন্য এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় বলে মনে করছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। যিনি এক সময় প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছেন।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে শ্রীকান্ত বলেছেন, 'অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরই ঠিক করে ফেলতে হবে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের পনেরো জন। আমি নির্বাচক কমিটির প্রধান হলে তাই করতাম। তারপর আইপিএলের ফর্ম দেখে সূক্ষ কয়েকটা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু কখনওই এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করা চলে না। বলা চলে না যে, চলো এশিয়া কাপের পর বিশ্বকাপের দল বাছব। অসম্ভব। অস্ট্রেলিয়া সিরিজের পরই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া উচিত যে, তুমি বিশ্বকাপের কাপের দলে আছো। এবার আইপিএলে ভাল খেলো। নিজের ফর্ম আর ফিটনেসে জোর দাও। আমি নির্বাচনের দায়িত্বে থাকলে এটাই করতাম।'
আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর