এক্সপ্লোর
আঙুলের চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী
চেন্নাইয়ে গিয়ে তিনি চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে।

মোহালি: আঙুলের চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন কিংস ইলেভেন পঞ্জাবের লেগস্পিনার বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর এই ক্রিকেটার এবারের আইপিএল-এ মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি ৩৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন। চেন্নাইয়ে গিয়ে তিনি চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে। কিংস ইলেভেন পঞ্জাবের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘দল আশা করছিল শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন চক্রবর্তী। কিন্তু তাঁর চোট এখনও সারেনি। ফলে ২৭ বছরের এই ক্রিকেটার বাড়ি ফিরে যাচ্ছেন। দলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















