এক্সপ্লোর
Advertisement
এমবাপের জোড়া গোল, আর্জেন্তিনাকে ৪-৩ হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
কাজান: আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি এবারও দেশের হয়ে ট্রফির খরা কাটাতে পারলেন না। কোনওক্রমে গ্রুপ লিগের বাধা টপকাতে পারলেও, প্রি-কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্তিনার দৌড় শেষ হয়ে গেল। গোল পেলেন না মেসি। জোড়া গোল করে তাঁকে টেক্কা দিলেন কিলিয়ান এমবাপে। তিনি আজ একটি অসাধারণ নজির গড়লেন। ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন পেলে। তারপর এই প্রথম একজন তরুণ ফুটবলার বিশ্বকাপের ম্যাচে অন্তত দু’টি গোল করলেন। মেসির পতনের দিনে ফুটবল বিশ্বে নয়া নক্ষত্র হিসেবে ১৯ বছরের এমবাপের উদয় হল।
এই ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। ৯ মিনিটেই এগিয়ে যেতে পারত ফ্রান্স। আঁতোয়া গ্রিজম্যানের ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। তবে প্রথম গোল পাওয়ার জন্য ফরাসিদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দু’মিনিট পরেই বক্সের মধ্যে কিলিয়ান এমবাপেকে ধাক্কা মেরে ফেলে দেন মার্কোস রোখো। ফলে পেনাল্টি পায় ফ্রান্স। গোল করতে ভুল করেননি গ্রিজম্যান। গোল পেয়ে গিয়ে আরও উজ্জীবিত হয়ে খেলা শুরু করেন ফরাসি ফুটবলাররা। ১৯ মিনিটে বক্সের ঠিক বাইরে এমবাপেকে অবৈধভাবে বাধা দেন নিকোলাস তাগলিয়াফিকো। ফ্রি-কিক পায় ফ্রান্স। তবে এবার পল পোগবার শট বারের উপর দিয়ে চলে যায়। এরপর খেলায় ফেরার চেষ্টা শুরু করে আর্জেন্তিনা। ফল পাওয়া যায় ৪১ মিনিটে। এভার বানেগার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ শটে গোল করে সমতা ফেরান অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৭ মিনিটে বক্সের বাইরে ডি মারিয়ার জার্সি টেনে ধরে ফেলে দেন ফ্রান্সের বেঞ্জামিন পাভার্ড। ফ্রি-কিক থেকে মেসির শট গ্যাব্রিয়েল মার্কাডোর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। তবে এগিয়ে যাওয়ার পরেও, ডিফেন্ডারদের ভুলে ফ্রান্সকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় আর্জেন্তিনা। ৫৬ মিনিটে পরিবর্ত ফেডেরিকো ফাজিওর ভুলে প্রায় গোল করে ফেলেছিলেন গ্রিজম্যান। পরের মিনিটেই ডান পায়ের সোয়ার্ভিং শটে গোল করে ফের ম্যাচে সমতা ফেরান পাভার্ড। ৬৪ মিনিটে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে আর্জেন্তিনার গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকে হার মানান এমবাপে। চার মিনিট পরেই তিনি ব্যবধান বাড়ান। দু’গোলে পিছিয়ে পড়ে আর্জেন্তিনার ম্যাচে ফেরা কঠিন ছিল। সেটা শেষপর্যন্ত আর হয়নি। সংযোজিত সময়ে সার্জিও আগুয়েরো দুরন্ত হেডে গোল করে ব্যবধান কমালেও, তাতে ফ্রান্সের জয় আটকায়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement