সেনার পোশাকে পদ্মভূষণ সম্মান গ্রহণ লেফটেন্যান্ট কর্নেল ধোনির
নয়াদিল্লি: ওয়ান ডে ক্রিকেটে বিশ্বজয়ের ঠিক ৭ বছরের মাথায় পদ্মভূষণ সম্মান গ্রহণ মহেন্দ্র সিংহ ধোনি। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে। দিনটা ছিল ২০১১ সালের ২ এপ্রিল। সেদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে উড়ে আসা একটা সুবিশাল ছক্কার দৌলতে একদিনের ক্রিকেটে ফের বিশ্বজয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বজয়ের ঠিক সপ্তম বর্ষপূর্তিতে পদ্মভূষণে ভূষিত হলেন ধোনি।
দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে নিলেন দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান। এদিন সেনা-পোশাকে অনুষ্ঠানে হাজির হন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি। রাষ্ট্রপতির হাত থেকে নিলেন পুরস্কার। ২০১১-এর নভেম্বরে তাঁকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেয় টেরিটোরিয়াল আর্মি। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে পদ্মভূষণ পেলেন মাহি। একইসঙ্গে এই সম্মান পেলেন বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণীও। ২০০৬ ও ২০১০ এশিয়ান গেমসে সোনাও জিতেছিলেন তিনি।