এক্সপ্লোর
Advertisement
অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে দুরন্ত ডাবল সেঞ্চুরি, পরপর বড় ইনিংস, দ্রাবিড়-পুত্র সমিতকে নিয়ে স্বপ্ন দেখা শুরু
বাবার সঙ্গে অমিল বলতে, সমিতের চোখে চশমা। আর, বল হাতেও ম্যাচে ছাপ ফেলেছে সমিত।
বেঙ্গালুরু: ব্যাট হাতে তিনি ক্রিজে থাকা মানে অধিনায়ক নিশ্চিন্ত থাকতেন। আর অস্থির হয়ে উঠতেন বিপক্ষ বোলাররা। তাঁর দুর্ভেদ্য রক্ষণে উইকেট তোলার যাবতীয় প্রয়াস বারবার প্রতিহত হত। যে কারণে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল ‘দ্য ওয়াল’।
সেই রাহুল শরদ দ্রাবিড়ের পথেই এবার যেন চলা শুরু করে দিল সমিত। দ্রাবিড়ের ১৪ বছর বয়সী পুত্র। অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দিল ‘লিটল দ্রাবিড়’।
বেঙ্গালুরুতে কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত আঞ্চলিক অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টে ভাইস প্রেসিডেন্টস ইলেভেনের হয়ে খেলছে সমিত। ধরওয়াড় জোনের বিরুদ্ধে ২০১ রানের অনবদ্য ইনিংস খেলেছে। তার ২৫৬ বলের ইনিংসে ছিল ২২টি বাউন্ডারি। দ্বিতীয় ইনিংসেও বড় রান পেয়েছে সমিত। ৯৪ রান করে অপরাজিত ছিল সে।
বাবার সঙ্গে অমিল বলতে, সমিতের চোখে চশমা। আর, বল হাতেও ম্যাচে ছাপ ফেলেছে সমিত। ড্র হওয়া ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে তুলে নিয়েছে তিন উইকেট।
আগেও বড় রান করেছে সমিত। গত বছর কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ বিটিআর কাপে মাল্য অদিতি ইন্টারন্যাশানল স্কুলের হয়ে খেলে বিবেকানন্দ স্কুলের বিরুদ্ধে ১৫০ রান করে দলকে জিতিয়েছিল। তিন বছর আগে টাইগার কাপে ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের বিরুদ্ধে ব্যাঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ১২৫ রান করেছিল। ২০১৫ সালে অনূর্ধ্ব ১২ গোপালন ক্রিকেট চ্যালেঞ্জে মাল্য অদিতি ইন্টারন্যাশানল স্কুলের হয়ে পরপর তিনটি ম্যাচ জেতানো হাফসেঞ্চুরি করে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছিল।
ভারতীয় ক্রিকেটে নতুন ‘ওয়াল’-এর স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement