Fifa World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা দলে মেসি
হাঁটুর চোটের জন্য পিএসজি-র হয়ে মাঠে নামতে না পারলেও, আর্জেন্তিনা দলে ডাক পেলেন লিওনেল মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মেসির উপর ভরসা রাখছেন আর্জেন্তিনার কোচ।
![Fifa World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা দলে মেসি Lionel Messi included Argentina squad two upcoming World Cup qualifiers against Uruguay and Brazil Fifa World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা দলে মেসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/04/37074436850226fe6552665c9b9458de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্যারিস: হাঁটুর চোটের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র হয়ে লাইপজিপের বিরুদ্ধে খেলতে না পারলেও, জাতীয় দলে ডাক পেলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্তিনা দলে আছেন মেসি। এই দু’টি ম্যাচ যথাক্রমে ১২ ও ১৬ নভেম্বর। দলকে জেতানোর জন্য মেসির উপর ভরসা রাখছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন ১১ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট আর্জেন্তিনার। আর দু’টি ম্যাচ জিতলেই কাতারে আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে দু’বারের চ্যাম্পিয়নরা। তার আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথমবার ৬ জন তরুণ ফুটবলারকে রেখেছেন আর্জেন্তিনার কোচ।
আর্জেন্তিনা দল-
গোলকিপার- ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো ও ফেডেরিকো গোমেজ গারথ।
ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস অ্যাকুনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কোয়াত্রা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিজান্দ্রো মার্টিনেজ ও গ্যাস্টন অ্যাভিলা।
মিডফিল্ডার- গুইডো রডরিগেজ, লিয়ান্দ্রো প্যারেডেজ, এনজো ফার্নান্ডেজ, স্যান্টিয়াগো সিমন, রডরিগো ডে পল, এগজিক্যুয়েল প্যালাসিয়স, জিওভানি ল সেলসো, নিকোলাস ডমিনগুয়েজ, ক্রিস্টিয়ান মেডিনা ও ম্যাটিয়াস সুলে।
স্ট্রাইকার- অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরিয়া, লুতারো মার্টিনেজ, জোয়াওকিন কোরিয়া, পাওলো ডিবালা, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাডা ও এগজিকুয়েল জেবালস।
দেশের হয়ে এতদিন কোনও ট্রফি জিততে না পারলেও, এবার কোপা আমেরিকা চ্য়াম্পিয়ন হয়ে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন মেসি। এরপরেই ক্লাব দল বার্সেলোনা ছেড়ে তিনি প্যারিসে যোগ দিয়েছেন। নতুন ক্লাব দলের হয়ে অবশ্য প্রত্যাশিত ছন্দে নেই বাঁ পায়ের জাদুকর। এর বড় কারণ চোট। তবে ফুটবলপ্রেমীদের আশা, শীঘ্রই চোট সারিয়ে মাঠে ফিরবেন মেসি। কোপা আমেরিকা ফাইনালের পর এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও ব্রাজিল-আর্জেন্তিনা লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)