Lionel Messi PSG: আজই কি পিএসজির জার্সিতে অভিষেক মেসির
Lionel Messi PSG: ঘরোয়া লিগে তৃতীয় ম্যাচে জয়ের পরই পিএসজি কোচ পোচেত্তিনো জানিয়েছিলেন, মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস ফুটবলে পা ছোঁয়াননি তিনি।
প্য়ারিস: পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাঠে নামেননি লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্তাইন সুপারস্টার। কিন্তু আজ নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামতে পারেন মেসি। এমনই সম্ভাবনা রয়েছে। রবিবার ভারতীয় সময় রাত ১২.১৫ তে লিগ ওয়ানের ম্যাচে রিমসের বিরুদ্ধে খেলতে নামবে পিএসজি। আর সেই ম্যাচেই প্রথম একাদশে দেখা যেতে পারে মেসিকে।
ঘরোয়া লিগে তৃতীয় ম্যাচে জয়ের পরই পিএসজি কোচ পোচেত্তিনো জানিয়েছিলেন, মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস ফুটবলে পা ছোঁয়াননি তিনি। তবে ইকার্দি আগের ম্যাচে চোট পাওয়ায় রিমসের বিরুদ্ধে আজকের ম্যাচে মেসির খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, এরপরেই আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে খেলার জন্য ক্লাব ফুটবল থেকে লম্বা বিরতি নেবেন মেসি। মেসি, নেমারকে ছাড়াই ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে জিতেছে পিএসজি। ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রেস্তকে। এই ম্যাচ জিতে লিগের শীর্ষে উঠে এসেছে তারা।
উল্লেখ্য, লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার পরই তাঁর ৩০ নম্বরের জার্সি কিনতে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১৬৫ ইউরো খরচ করে মেসির পিএসজি জার্সি কিনেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে মেসির প্যারিস সাঁ জারমাঁতে আগমন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের হিসাব রাখে, এরকম একটি সংস্থা জানিয়েছে, মেসি যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।
উল্লেখ্য, পিএসজিতে কিছুদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও র্যামোস। দীর্ঘ ১৬ বছর মাদ্রিদে থাকার পর ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন স্পেনের এই তারকা ডিফেন্ডার।