Lionel Messi Update: সাংবাদিক বৈঠকে বার্সেলোনাকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেললেন মেসি
Lionel Messi leaves Barcelona. বার্সেলোনা ছাড়ার বিষয়ে এই প্রথম মুখ খুললেন মেসি।
বার্সেলোনা: সাংবাদিক বৈঠক করে সরকারিভাবে বার্সেলোনা ছাড়ার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি। সাংবাদিক বৈঠকে ছিলেন তাঁর ক্লাব দলের সতীর্থরা। সবাই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে মেসিকে অভিবাদন জানান।
চোখে জল নিয়েই মেসি বলেন, ‘সত্যি কথা হল, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। গত কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম,কী বলব? সত্যি কথা হল, কিছু ভাবতেই পারছি না। এত বছর ধরে এখানে থাকার পর ক্লাব ছাড়া সত্যিই কঠিন। আমি এর জন্য তৈরি না। গত বছর আমি জানতাম কী বলব, কিন্তু এ বছর কী বলব সত্যিই জানি না। আমরা ভেবেছিলাম, আমরা বার্সেলোনায় থাকব। কিন্তু আজ বিদায় জানাতে হচ্ছে। আমি ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আমার সারাটা জীবন এখানেই কেটেছে। এত বছর পরে আমি স্ত্রী, তিন কাতালান সন্তানকে নিয়ে চলে যাচ্ছি। এখানেই আমার বাড়ি। আমি সন্তানদের কথা দিয়েছি, এখানে ফিরে আসব।’
মেসি আরও বলেন, ‘আমরা চলে যাচ্ছি। আমি কোনওদিন ভাবিনি, বিদায় জানাতে হবে। এ কথা কোনওদিন ভাবিনি। অতিমারীর সময় খেলা কঠিন। কাছের লোকেরা নেই, সমর্থকরা আমার নাম ধরে চিৎকার করছে না, এরকম পরিস্থিতিতে খেলা খুব কঠিন। দেড় বছর ধরে আমরা দর্শক ছাড়া খেলছি। আমি যদি কোনওদিন বার্সা ছাড়ার কথা ভাবতাম, তাহলে ক্যাম্প ন্যুতে অংসখ্য মানুষের উপস্থিতিতে ভালভাবে বিদায় জানিয়ে যাওয়ার কথা ভাবতাম। কিন্তু সেটা হল না।’
মেসি জানিয়েছেন, তাঁকে চুক্তির অঙ্ক ৫০ শতাংশ কমাতে বলা হয়েছিল। তিনি বার্সায় থাকার বিষয়ে সবরকমভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।
বার্সেলোনা ছাড়ার পর কি এবার প্যারিস সাঁ-জা-য় যাচ্ছেন মেসি? এ বিষয়ে তিনি আজ বলেছেন, ‘প্যারিস-সাঁ-জা-য় যেতে পারি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। বার্সেলোনা আমার সঙ্গে চুক্তি বাড়াতে পারবে না বলে দেওয়ার পর আমার কাছে অনেক প্রস্তাব এসেছে। আমরা সে বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’