Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটছে মেসির, কবে, কোথায় দেখবেন ম্যাচ?
Inter Miami:
মায়ামি: দিনকয়েক আগেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মায়ামি (Inter Miami) ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ ঘটে। একইদিনে সার্জিও বুস্কেতসকেও মেজর লিগ সকারে (Major League Soccer) খেলা ক্লাবটি প্রকাশ্যে আনেন। তারপর থেকেই দুই কিংবদন্তি ফুটবলারকে কবে মার্কিন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে, সেই প্রহর গুনছেন অনুরাগীরা। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শনিবারই, ২২ জুলাই মাঠে নামছেন মেসি।
নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন ফুটবলার। 'এলএম১০'র অনুশীলনের বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির তরফে পোস্ট করা হয়েছে। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি নিজেদের পরের ম্যাচে লিগস কাপে ক্রুজ আজু়লের মুখোমুখি হবে। সেই ম্যাচেই সম্ভবত মেসি প্রথমবার ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন। কিন্তু প্রশ্ন হল, মেসির এই ম্যাচ কি আদৌ ভারতে দেখা যাবে? নিজের প্রিয় ফুটবলারকে নতুন ক্লাবের জার্সি গায়ে অভিষেক ঘটাতে দেখতে পারবেন তাঁর ভারতীয় অনুরাগীরা?
Así lo reciben a nuestro 1️⃣0️⃣ pic.twitter.com/Vc6Z0LThdr
— Inter Miami CF (@InterMiamiCF) July 18, 2023
কাদের ম্যাচ
ইন্টার মায়ামি ও ক্রুজ আজু়ল একে অপরের মুখোমুখি হবে।
কোথায় খেলা
ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।
কখন শুরু ম্যাচ
ভারতীয় সময় অনুশায়ী শনিবার, ২২ জুলাই ভোর ৫.৩০টায় শুরু হবে ম্যাচটি।
কোথায় দেখবেন ম্যাচ
দুর্ভাগ্যবশত মার্কিন মুলুকে আয়োজিত নতুন ক্লাবের হয়ে মেসির অভিষেক ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে না।
অনলাইন স্ট্রিমিং
অনলাইনে অবশ্য দর্শকরা অ্যাপেলি টিভি+ এই ম্যাচটির স্ট্রিমিং দেখতে পাবেন। তবে দর্শকদের এমএলএসের (মেজর লিগ সকার) পাস থাকলে, তাহলেই তাঁর এই ম্যাচের মজা সরাসরি উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, মেসিকে স্বাগত জানাতে পেরে যেমন ক্লাবকর্তারা খুশি, তেমনই নতুন ক্লাবে হয়ে মাঠের নামার জন্য মুখিয়ে রয়েছেন মেসি নিজেও। কিংবদন্তি ফুটবলার আত্মপ্রকাশের দিনে ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বললেন, 'আজকের এই বৃষ্টি পবিত্র। এই ঘটনা এই দেশের ফুটবলকে বদলে দেবে।' আবেগতাড়িত মেসি বলেন, 'এই ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। মায়ামিতে আসতে পেরে খুব ভাল লাগছে। আমি প্র্যাক্টিসে নেমে পড়তে চাই। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ঠিক যেরকম আমার গোটা কেরিয়ারে চেয়ে এসেছি। জিততে চাই। ক্লাবের হয়ে সাফল্য চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?