এক্সপ্লোর
Advertisement
Live: ভারতের ৩ উইকেটের পতন, জমে গেল দ্বিতীয় টেস্ট
বিশাখাপত্তনম: ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে জমজমাট লড়াই চলছে। প্রথম ইনিংসে ভারতের ৪৫৫ রানের জবাবে ২৫৫ রানেই শেষ হয়ে গিয়েছে অ্যালেস্টার কুকদের প্রথম ইনিংস। ২০০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে ভারত। চা পানের বিরতিতে ভারতের রান ছিল বিনা উইকেটে ৮। তবে বিরতির পর খেলা শুরু হতেই ফিরে গিয়েছেন লোকেশ রাহুল (১০) ও মুরলী বিজয় (৩)। দু জনকেই ফিরিয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। চেতেশ্বর পূজারাকে (১) আউট করেছেন জেমস অ্যান্ডারসন। এই মুহূর্তে ভারতের রান ৩ উইকেটে ৪৫। ব্যাট করছেন বিরাট কোহলি (২৫) এবং অজিঙ্ক রাহানে (০)। ভারত এখন এগিয়ে ২৪৫ রানে। লিড আরও বাড়াতে পারলে এবং অশ্বিনরা প্রথম ইনিংসের পারফরম্যান্স দেখাতে পারলে ভারতের সিরিজে এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন, চলতি বছরে টেস্টে ৫০ উইকেট অশ্বিনের
গতকালের ১০৩ রানে ৫ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে আজ সকালে শুরুটা ভালই করেছিল ইংল্যান্ড। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস (৭০) ও জনি বেয়ারস্টো (৫৩) অর্ধশতরান করেন। বেয়ারস্টোকে আউট করে দিনের প্রথম আঘাত হানেন উমেশ যাদব। মধ্যাহ্নভোজের বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৯১। দিনের দ্বিতীয় সেশনে আদিল রশিদকে (৩২ অপরাজিত) সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন স্টোকস। কিন্তু তিনি ফিরে যাওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। টেস্টে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে কাত হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিনের পাঁচ উইকেটের পাশাপাশি মহম্মদ শামি, উমেশ, রবীন্দ্র জাডেজা ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement