Asian Athletics Championships: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকট হনুমান!
Sports News: বুধবার, ১২ জুলাই থেকে তাইল্যান্ডে শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (Asian Athletics Championships 2023)। যেখানে পদক যুদ্ধে নামছেন এশিয়ার সেরা অ্যাথলিটরা।
নয়াদিল্লি: আগামীকাল, বুধবার, ১২ জুলাই থেকে তাইল্যান্ডে শুরু হচ্ছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (Asian Athletics Championships 2023)। যেখানে পদক যুদ্ধে নামছেন এশিয়ার সেরা অ্যাথলিটরা।
আর এই প্রতিযোগিতার ম্যাসকট প্রকাশ করা হল। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক দেখ তাইল্যান্ড হলেও, ম্যাসকট করা হল বজরংবলীকে। হনুমানকে প্রতিযোগিতার ম্যাসকট করা হয়েছে। হিন্দুরা যাঁকে ঈশ্বর রূপে পুজো করেন।
ভারতীয় পুরাণ মতে, প্রভু রামের ভক্ত হিসাবে পূজিত হন হনুমান। এশীয় অ্যাথলেটিক্স সংস্থা প্রতিষ্ঠার ৫০তম বছর। আর সুবর্ণজয়ন্তী বর্ষে সেই হনুমানকেই ম্যাসকট করল এশীয় অ্যাথলেটিক্স সংস্থা।
নিজেদের ওয়েবসাইটে এশীয় অ্যাথলেটিক্স সংস্থা জানিয়েছে, প্রভু রামের সেবায় হনুমান অসাধারণ দক্ষতার প্রদর্শন করেছিলেন। গতি, শক্তি, সাহস আর বুদ্ধিমত্তার সাহায্যে। তাঁর নিষ্ঠা ও দায়বদ্ধতাই হনুমানের মহত্ব। ২৫তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ সালের লোগো থেকে অ্যাথলিটদের দক্ষতা, টিমওয়ার্ক, অ্যাথলেটিসিজম, নিষ্ঠা, সাধনা ও খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতিফলন।
শটপাটার তাজিন্দরপাল সিং এবং লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের নেতৃত্বে ভারতীয় দলের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য পারফরম্যান্স করা । উল্লেখ্য, ১৬ জুলাই শেষ হবে পাঁচ দিনব্যাপী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ।
প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি ও বেঙ্গালুরু, দু জায়গা থেকে ব্যাংককের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
My best wishes to the #TeamIndia contingent for the Asian Athletics Championships. I am sure that we will have a successful campaign. Jai Hind! 🇮🇳
— Neeraj Chopra (@Neeraj_chopra1) July 11, 2023
এশিয়ার দেশগুলির মধ্যে সেরা অ্যাথলেটিক্স ফেডারেশন হিসেবে পুরস্কার পেয়েছে ভারত। তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্সের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনকে পুরস্কার দেওয়া হয়েছে। ভারতের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ড. অ্যাডিলি সুমারিওয়ালা।
১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল ভারত। ১৯৮২ সালের এশিয়ান গেমসও হয় ভারতে। ২০১০ সালে কমনওয়েলথ গেমসও আয়োজন করে ভারত। আরও অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে ভারত। সেই কারণেই এই পুরস্কার পেল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন