এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘আরে ও মারতে পারবে না’, দলীপ ট্রফির ম্যাচে ক্রিকেটে মায়াঙ্ক মারকান্ডেকে মজাদার স্লেজিং ইশান কিষানের
ক্রিকেট মাঠে ব্যাট ও বলের লড়াই তো রয়েইছে। এর পাশাপাশি, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা অনেক সময় বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। বিশেষ করে বাক্যবাণে ব্যাটসম্যানকে বিদ্ধ করার রেওয়াজ তো রয়েইছে। আসলে ব্যাটসম্যানের মনঃসংযোগ ভঙ্গ করতে বিপক্ষ দলের ফিল্ডাররা স্লেজিং করেন।
নয়াদিল্লি: ক্রিকেট মাঠে ব্যাট ও বলের লড়াই তো রয়েইছে। এর পাশাপাশি, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা অনেক সময় বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। বিশেষ করে বাক্যবাণে ব্যাটসম্যানকে বিদ্ধ করার রেওয়াজ তো রয়েইছে। আসলে ব্যাটসম্যানের মনঃসংযোগ ভঙ্গ করতে বিপক্ষ দলের ফিল্ডাররা স্লেজিং করেন। সেই স্লেজিং কখনও কখনও উপভোগ্য হয়ে ওঠে। এমএস ধোনিকে আন্তর্জাতিক ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে দলের বোলারদের পরামর্শ দিতে শোনা গিয়েছে। অন্যদিকে, ঋষভ পন্ত গত অস্ট্রেলিয়া সফরে ব্যাটসম্যানকে স্লেজিং করেছিলেন। স্ট্যাম্প মাইকে টিম পেইন ও পন্তের স্লেজিং শোনা গিয়েছিল।
এবার দলীপ ট্রফির ম্যাচেও তেমনই একটি ঘটনা দেখা গেল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন উইকেটরক্ষক ইশান কিষাণ ও মায়াঙ্ক মারকান্ডে। কিন্তু দলীপ ট্রফির ফাইনালে তাঁর ছিলেন একে অপরের প্রতিপক্ষ।ইন্ডিয়া গ্রিন ও ইন্ডিয়া রেডের ওই ম্যাচে ইশানকে স্লেজিং করতে দেখা গেল। তখন ব্যাট করছিলেন মায়াঙ্ক মারকান্ডে।
আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মায়াঙ্ক মারকাণ্ডে। ৩২ রানে তিনি যখন ব্যাটিং করছিলেন তখন উইকেটের পিছনে দাঁড়িয়ে স্লেজিং করেন গেলেন ইশান। বারবার ফিল্ডারদের ইশান বলতে থাকেন, ভেতরে এগিয়ে এলো, ও মারতে পারবে না।
ইশান মায়াঙ্ক মারকান্ডের মনঃসংযোগ ভাঙতে তাঁকে খোঁচা দিয়ে আরও বলেন, ওর হাতে জোর নেই। বড় শট খেলতে পারবে না।
এই স্লেজিং শুনে হাসি চাপতে পারেননি মায়াঙ্ক মারকান্ডেও। স্লিপে দাঁড়ানো করুণ নায়ারও হাসতে শুরু করেন।
Stump mic gem: Markande escapes Ishan Kishan’s trap What happens when two friends are in opposite teams? Ishan Kishan throws the bait but Mayank Markande keeps his calm. A must watch. Full video here 📹📹https://t.co/7aMTgn14cq #DuleepTrophy
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement